রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকায় সিলিন্ডার গ্যাসের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুর্বাচল ফায়ার সার্ভিয়ের দুটি ইউনিট আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে মিলন মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকান্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষনিক আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমানও নিরুপন করা যায়নি।

জানাগেছে,  মিলন মিয়ার বাড়িতে ভাড়া নিয়ে ব্যালেডিয়াস বিজনেস সলুশন নামক ব্যানারে চার বছর ধরে সিলিন্ডার গ্যাসের ব্যবসা করতেন গোলাম কিবরিয়া। দোকানের পেছনে করেছিলেন গোডাউন। গোডাউনে বিভিন্ন সাইজের ৫ শতাধিক সিলিন্ডার গ্যাস ছিল।

পুর্বাচল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আল মাসুদ জানান, সিলিন্ডার গ্যাসের গোডাউনে আগুন লাগার খবর পাই বিকাল সোয়া চারটায়। পরে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসি। দুটি ইউনিটের আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ওই গোডাউনে প্রায় ৫ শতাধিক গ্যাসের সিলিন্ডার ছিল। যার দুই তৃতীয়াংশ সিলিন্ডার গ্যাস ভর্তি ছিল। আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

চেয়ারম্যানকে ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় আহত ৩ পুলিশ

হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছে ডিবি পুলিশের কয়েকজন সদস্য। এ সময় তিন পুলিশ গুরুতর আহত হয়।

বুধবার বিকেল ৩টার দিকে ধলই ইউনিয়ন পরিষদ থেকে ওই চেয়ারম্যানকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবারও ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তার করতে দুপুর দেড়টার দিতে হাইচ গাড়ি নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঘিরে ফেলে ডিবি পুলিশের একটি টিম। আবুল মনসুরকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার পর স্থানীয়রা রাস্তায় নেমে আসে। একপর্যায়ে তারা পুলিশের গাড়ি থেকে চেয়ারম্যানকে ছিনিয়ে নিতে চেষ্টা করে। এ সময় পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেয় উত্তেজিত জনতা। পরে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের কাটিরহাট বাজারে সড়ক অবরোধ করে তারা। খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

এ বিষয়ে জানার জন্য মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন ও ওসি (তদন্ত) মোস্তাককে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন বলেন, ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাব।

সম্পর্কিত নিবন্ধ