চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনসহ একাধিক মামলায় আসামী ছাত্রলীগ-যুবলীগের ২৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিএমপির উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, গত ২৪ ঘন্টায় সিএমপির বিভিন্ন থানা পুলিশের অভিযানে নগরের বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগ-যুবলীগের ২৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের তথ্য উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়- অভিযানে কোতোয়ালী থানার আসামী কর্ণফুলী থানার শিকলবাহা ইউপি যুবলীগের সক্রিয় কর্মী মো.

মামুন (৩৭), মো. আবুল কালাম আজাদ (৩৩), মো. শামীম (২৪), মো. হাসান (২৫), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. এনামুল হক সাগর, ছোটন নাথ (৩২), মো. ইমরান হোসেন (৪০), শাহ জালাল ফিরোজ (৩৪), আব্দুল মোনাফ (৩৫), কর্ণফুলী থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর বাদশা (৪২), মো. রিপন মিয়া (৪১), মো. সাজ্জাদ হোসেন (২৫), মোহাম্মদ কুরবান আলী হোসেন হৃদয় (২০), পাহাড়তলী থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. রায়হান (২২), মো. জিসান (২৪), মো. হানিফ, মো. মনির (৩৭), খোরশেদ আলম (৫০), বাকলিয়া থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহম্মদ সেলু (৪০), আনোয়ারা সরকারী কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাছুদ (২৫), আবুল মোকারম সাকিব (২৭), মো. কাঞ্চন মোল্লা (৪৫), হাসান আলী (৪২), বন্দর থানা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. সালাহউদ্দিন অনিক (২৫), মো. তসলিম (৩৮), খুলশী থানা ছাত্র সংসদ এর সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান (৩৪), সিফাতুল ইসলাম (জিহান) (১৮) এবং ইকবাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

উৎস: Samakal

কীওয়ার্ড: স এমপ

এছাড়াও পড়ুন:

রাম চরণের নায়িকা সামান্থা-রাশমিকা?

‘পুষ্পা’খ্যাত পরিচালক সুকুমার ২০১৮ সালে দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা রাম চরণকে নিয়ে ‘রাঙ্গাস্থালাম’ নির্মাণ করেন। সিনেমাটিতে রাম চরণের বিপরীতে অভিনয় করেন সামান্থা রুথ প্রভু। প্রায় ৭ বছর পর এ জুটিকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন সুকুমার। এখানেই শেষ নয়, এতে রাশমিকা মান্দানাও থাকবেন বলে গুঞ্জন উড়ছে!

১২৩ তেলেগুর বরাত দিয়ে পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, সুকুমারের পরবর্তী সিনেমার নাম আপাতত ‘আরসি১৭’ রাখা হয়েছে। সিনেমাটিতে রাম চরণের বিপরীতে অর্থাৎ কেন্দ্রীয় নারী চরিত্রে সামান্থা রুথ প্রভুর অভিনয়ের খবর উড়ছে। তা ছাড়াও শোনা যাচ্ছে, সিনেমাটির আরেকটি চরিত্রে অভিনয় করবেন রাশমিকা মান্দানা। এখন দুজন অভিনেত্রী যদি সিনেমাটিতে অভিনয়ের চূড়ান্ত সম্মতি দেন, তবে তাদের ভক্তরা আরো বেশি উচ্ছ্বসিত হবেন।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “আধুনিক স্টাইলে দ্রুতগতির একটি অ্যাকশন সিনেমা হবে ‘আরসি১৭’। পরিচালক সুকুমার বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা দর্শকদের কথা মাথায় রেখে এটি নির্মাণের পরিকল্পনা করছেন। ‘ট্রিপল আর’ সিনেমা মুক্তির পর রাম চরণের খ্যাতি বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে। তার নতুন এই সিনেমা বিশ্বব্যাপী ব্যাপক হিট করার লক্ষ্য নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা।”

এ সিনেমার সংগীত পরিচালনা করবেন দেবী প্রসাদ (ডিএসপি)। এর আগেও সুকুমারের সঙ্গে অনেক কাজ করেছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করছে মিথরি মুভি মেকার্স।

পরিচালক বুচি বাবু নির্মাণ করছেন ‘আরসি১৬’ সিনেমা। বর্তমানে এ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাম চরণ। এতে তার বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। সিনেমাটির শুটিং শেষ হলেই ‘আরসি১৭’ সিনেমার শুটিং শুরু করবেন রাম চরণ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ