ঢাকা ছাড়ছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটার ও কোচরা
Published: 2nd, February 2025 GMT
পাওনা টাকা বুঝে না পাওয়ায় হোটেল ছাড়তে পারছিলেন না দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটার ও কোচরা। রাজশাহী বিপিএলের লিগ পর্ব থেকেই বাদ পড়লেও পাওনা টাকা না বুঝে নিয়ে ঢাকা ছাড়তে রাজি নন ফ্র্যাঞ্চাইজিটির বিদেশিরা। তবে বিকেলে এক বিবৃতি দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, আজ থেকে তাদের বিদেশি ক্রিকেটার, কোচ ও কোচিং স্টাফরা ঢাকা ছাড়বেন। সেখানে কে কখন ঢাকা ছাড়বে সেটার সময়সূচিও দিয়ে দিয়েছে রাজশাহী।
বিবৃতিতে বলা হয়েছে, দুর্বার রাজশাহীর হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণ শেষে বিদেশি খেলোয়াড় ও কোচিং স্টাফরা আজ রাত থেকে তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। রাজশাহীর জিম্বাবুয়াইন অলরাউন্ডার রায়ান বার্ল আজ রোববার দিবাগত রাত ৩টায় ইথিওপিয়া এয়ারওয়েজে করে হারারের উদ্দেশ্যে যাত্রা করবেন। অন্যদিকে পাকিস্তানের মোহাম্মদ হারিস থাই এয়ারওয়েজে করে ১টা ৪০ মিনিটে লাহোরের উদ্দেশ্যে যাত্রা করবেন।
হেড কোচ আজাজ আহমেদ আগামীকাল ঢাকা ছাড়বেন। অন্যদিকে মিগুয়েল কামিন্স আগামী বুধবার (০৫ ফেব্রুয়ারি, ২০২৫) ছাড়বেন। অন্যান্য খেলোয়াড়রা যত দ্রুত সম্ভব টিকিট পাওয়া সাপেক্ষে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।
আরো পড়ুন:
হোটেলবন্দী বার্ল-হারিসরা, পাচ্ছেন না দেশে ফেরার টিকিট
আলো ছড়িয়ে উজ্জ্বল তারা
অবশ্য বিপিএলের এবারের আসরে সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। তারা ঠিকমতো খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে পারেনি। সেটা কেবল দেশি নয়, বিদেশি ক্রিকেটারদেও যথাসময়ে পাওনা পরিশোধ করতে পারেনি। সে কারণে পাওনা টাকা না নিয়ে হোটেল ছাড়তে রাজি হয়নি বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরা। তাইতো তারা নির্দিষ্ট সময়ের পরও স্বেচ্ছায় হোটেলবন্দি হয়ে ছিলেন।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
কুয়েতে সড়ক দুর্ঘটনায় মো. আলফু মিয়া (৬৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে রাস্তা পার হওয়ার সময় গতির ধাক্কায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্য মো. জহির হোসেন।
মারা যাওয়া আলফু মিয়া বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের হাজী বাড়ির বাসিন্দা।
আরো পড়ুন:
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাসে আগুন
‘মার্চ ফর গাজা’ সমাবেশে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ১২
ইউপি সদস্য মো. জহির হোসেন বলেন, “কুয়েতে গাড়ির ধাক্কায় আহত হন আলফু মিয়া। লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি মারা যান। আলফু মিয়ার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা। মরদেহ বাংলাদেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তার স্বজনরা।”
ঢাকা/অমরেশ/মাসুদ