নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশন (২০২৫-২০২৬) নির্বাচনে আগামী দুই বছরের জন্য এক্সিকিউটিভ নব-গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে চাষাড়ার ২৪৯ সমবায় ব্যাংক কমার্শিয়াল ভবনে ৮ম তলায় নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের কার্যালয়ে নির্বাচনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের নব-গঠিত কমিটিতে প্রেসিডেন্ট- নাসির হায়দার চৌধুরী (রিলেক্স হাউজিং লিমিটেড), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- এস.

এম পাবেল (রিলায়েন্স হাউজিং লিমিটেড), ভাইস প্রেসিডেন্ট- গোলাম সারোয়ার সাঈদ (হলিডিউলিং লিমিটেড), জেনারেল সেক্রেটারী- সাহাবুদ্দিন তালুকদার (ষ্ট্রাকচার প্রর্পাটিস লিঃ), জয়েন সেক্রেটারী- শাহনেওয়াজ মুন্না (আবরাহাম রিয়েল এস্টেট লিঃ), অর্গানাইজার সেক্রেটারী- রেজয়ান মেহেদী (এরিসটোক্রেট হাউজিং লিঃ), ট্রেজারার- গোলাম মাওলা (ইউনাইটেড বিল্ডর্স), অফিস সেক্রেটারী- মাকসুদুর রহমান জাবেদ (আজমাঈন আল অরাবি হাউজিং লিঃ), কমিটিতে ইসি মেম্বার হিসেবে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট মো.হারুন অর রশিদ (স্বপ্ননীড় হাউজিং লিঃ), ইসি মেম্বার সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ পারভেজ (ক্রিয়েটিভ আর্কিটেক্ট লিঃ), ইসি মেম্বার- আবুল কালাম আজাদ (ষ্টারভিউ হাউজিং লিমিটেড), ইসি মেম্বার- আবু জাফর (সেঞ্চুরী হল্ডিং লিমিটেড), ইসি মেম্বার- মো.জসিম ( রায়াত বিল্ডার্স লিমিটেড), ইসি মেম্বার- আব্দুস সালাম বেপারী  (ডেফডিল হাউজিং লিমিটেড) ইসি মেম্বার- মোহামুদ হাসান নেহাল ( রাজধানী হল্ডিং লিমিটেড)।  এসময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম মাওলা ( ইউনাইটেড বিল্ডার্স) ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো.জাহাঙ্গীর মাতবর ( রিলায়েথ হাউজিং)।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সত্য প্রকাশে আর ভয় নেই, সময় এসেছে সত্য প্রকাশের : জব্বার

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, প্রযুক্তিগত দক্ষ জনশক্তি দেশের জন্য বেশী প্রয়োজন। দক্ষ জাতি উন্নত শিখরে, যে জাতি যতবেশি প্রযুক্তিগত জ্ঞ্যানে  উন্নীত  সে জাতি  তত বেশী  টেকসই উন্নয়নশীল। 

শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এক মিলনায়তনে জামায়াতের মহানগরী প্রচার ও  আইটি বিভাগের সদস্যদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার। 

তিনি আরো বলেন, সংবাদ এই নয় যে আপনি যা পেলেন যাচাই বাছাই ছাড়া প্রতিযোগিতা মূলক ছেড়ে দিলেন। এই অসুস্থ মানসিকতা থেকে বের হয়ে জাতির কল্যাণে আমাদের  কাজ করতে হবে। এখন আর সত্য প্রকাশে ভয় পাবার সময় নেই, সময় এসেছে সত্য প্রকাশের।

মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না মহানগরী কর্ম পরিষদের সদস্য মাওলানা শাহাবুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি এডভোকেট  মাইনউদ্দিন মিয়া, এন ডি এফ মহানগরী সভাপতি ডা: আলী আশরাফ খান,  মহানগরী   প্রচার ও মিডিয়া  বিভাগের সেক্রেটারি  হাফেজ আবদুল মোমিন,আইটি বিভাগের সদস্য মুস্তফা মঈনুল হক তারেক সহ প্রচার ও আইটি বিভাগের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • চব্বিশের আন্দোলনে দুইচোখ হারানো মাহাবুবকে দেখতে গেলেন মহানগরী জামায়াত নেতৃবৃন্দ
  • প্রকৃত নিয়মানুযায়ী যাকাত দিলে যাকাত দেওয়ার মানুষ পাওয়া যাবে না - মাইনুদ্দিন
  • হাসিনার মতোই পালিয়ে গেছে ওসমান পরিবার : রফিউর রাব্বি
  • রূপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
  • ওমরাহ হজ্ব পালনে সৌদি আরবে গেছেন অধ্যাপক মামুন মাহমুদ 
  • মহানগর যুবদলের অন্যতম মেরুদন্ড ৩নং ওয়ার্ড হচ্ছে : সাহেদ 
  • রূপগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল 
  • হাসিনার বন্ধ করে রাখা ত্বকী হত্যার বিচারসহ সব হত্যার বিচার দাবি
  • সিদ্ধিরগঞ্জ থানা ৩নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত 
  • সত্য প্রকাশে আর ভয় নেই, সময় এসেছে সত্য প্রকাশের : জব্বার