নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশন (২০২৫-২০২৬) নির্বাচনে আগামী দুই বছরের জন্য এক্সিকিউটিভ নব-গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে চাষাড়ার ২৪৯ সমবায় ব্যাংক কমার্শিয়াল ভবনে ৮ম তলায় নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের কার্যালয়ে নির্বাচনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের নব-গঠিত কমিটিতে প্রেসিডেন্ট- নাসির হায়দার চৌধুরী (রিলেক্স হাউজিং লিমিটেড), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- এস.

এম পাবেল (রিলায়েন্স হাউজিং লিমিটেড), ভাইস প্রেসিডেন্ট- গোলাম সারোয়ার সাঈদ (হলিডিউলিং লিমিটেড), জেনারেল সেক্রেটারী- সাহাবুদ্দিন তালুকদার (ষ্ট্রাকচার প্রর্পাটিস লিঃ), জয়েন সেক্রেটারী- শাহনেওয়াজ মুন্না (আবরাহাম রিয়েল এস্টেট লিঃ), অর্গানাইজার সেক্রেটারী- রেজয়ান মেহেদী (এরিসটোক্রেট হাউজিং লিঃ), ট্রেজারার- গোলাম মাওলা (ইউনাইটেড বিল্ডর্স), অফিস সেক্রেটারী- মাকসুদুর রহমান জাবেদ (আজমাঈন আল অরাবি হাউজিং লিঃ), কমিটিতে ইসি মেম্বার হিসেবে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট মো.হারুন অর রশিদ (স্বপ্ননীড় হাউজিং লিঃ), ইসি মেম্বার সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ পারভেজ (ক্রিয়েটিভ আর্কিটেক্ট লিঃ), ইসি মেম্বার- আবুল কালাম আজাদ (ষ্টারভিউ হাউজিং লিমিটেড), ইসি মেম্বার- আবু জাফর (সেঞ্চুরী হল্ডিং লিমিটেড), ইসি মেম্বার- মো.জসিম ( রায়াত বিল্ডার্স লিমিটেড), ইসি মেম্বার- আব্দুস সালাম বেপারী  (ডেফডিল হাউজিং লিমিটেড) ইসি মেম্বার- মোহামুদ হাসান নেহাল ( রাজধানী হল্ডিং লিমিটেড)।  এসময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম মাওলা ( ইউনাইটেড বিল্ডার্স) ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো.জাহাঙ্গীর মাতবর ( রিলায়েথ হাউজিং)।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

শহরে রিক্সা-মিশুক মালিক সমিতি ঐক্য পরিষদের সমাবেশ ও মিছিল

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রিক্সা-মিশুক মালিক সমিতি ঐক্য পরিষদের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চাষাড়া শহীদ মিনারে নগরী যানজট মুক্ত করতে লাইসেন্সবিহীন রিক্সা-মিশুক ও অটোরিক্সা চলবেনা, অবিলম্বে বন্ধ করতে হবে এ স্লোগানকে সামনে রেখে সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রিক্সা-মিশুক মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রহমান বিশ্বাস।

সভাপতির বক্তব্যে আবদুর রহমান বিশ্বাস বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শহর। রাজনীতি, ব্যবসা-বানিজ্য সহ সকল ক্ষেত্রে রয়েছে এ জেলার গুরুত্বপূর্ণ অবদান। পৌরসভা পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হওয়ার পরেও আমরা সবসময় সেখান থেকে নাম্বার প্লেট নিয়ে বৈধভাবে আমাদের রিক্সা ও মিশুক গুলো পরিচালনা করে আসছি।

কিন্তু ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে শহরের ভিতরে মাত্রাতিরিক্ত অটো ও মিশুকের সংখ্যা বেড়ে গেছে। যার ফলে নগরীতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে চরম যানজট। সে কারনে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ সমস্যা থেকে পরিত্রান পেতে জেলা প্রশাসক, পুলিশ সুপার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা একমত। যদি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান চক্রান্ত করে তাহলে তাকে আমরা প্রতিহত করবো। প্রয়োজনে শ্রমিকদের সাথে নিয়ে আমরা মাঠে নামবো। প্রয়োজন হলে আমরা পূণরায় আগামীকালও আমাদের কর্মসূচী চলমান রাখবো।

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন রিক্সা-মিশুক মালিক সমিতি ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সানু, যুগ্ম সম্পাদক ইউসুফ খান, নাসির হোসেন, সোহাগ আহমেদ, সোহেল, মঞ্জু ভান্ডারী, রাজু আহমেদ, মোক্তার হোসেন, আফজাল হোসেন, কামরুল ইসলাম, জসিম, সেলিম, নুর ইসলাম, বাবু সহ প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • জেলা কালচারাল অ‌ফিসার শারমীন জাহানের সা‌থে মহানগর জাসাস নেতৃবৃ‌ন্দের সৌজন‌্য স্বাক্ষাৎ
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে সিদ্ধিরগঞ্জের ৩৩
  • বন্দরে কক্সবাজারের নারী মাদক কারবারি ইয়াবাসহ গ্রেপ্তার
  • খুনি হাসিনার বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই : সজল
  • সেলিম ওসমান ও আইভীকে গ্রেপ্তারে আল্টিমেটাম দিল টিপু
  • বঙ্গবন্ধু সড়কের নাম পরিবর্তনের দাবি না.গঞ্জ প্রজন্মদলের
  • আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির মিছিল 
  • জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হওয়ায় রূপগঞ্জে দিপু ভুঁইয়াকে সংবর্ধণা
  • আওয়ামী লীগ সম্পর্কিতরা বিএনপিতে থাকার সুযোগ পাবে না: মামুন মাহমুদ
  • শহরে রিক্সা-মিশুক মালিক সমিতি ঐক্য পরিষদের সমাবেশ ও মিছিল