ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়জুল হক মুন্সীর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া একই ওয়ার্ড বিএনপির সদস্য ইদ্রিস মোল্লার বাম হাত কেটে নেওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আজ রোববার সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খারদিয়া গ্রামে এ সংঘর্ষ হয়। 

ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি মো.

সাঈদ মুন্সী বলেন, ‘ভাঙ্গায় দুই ধারায় বিএনপির রাজনীতি বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ও অন্যপক্ষে শামা ওবায়েদ। আমরা শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের পক্ষে। সম্প্রতি, ভাঙ্গায় কৃষক দলের কর্মীসভায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও নেতা-কর্মীদের ভয়-ভীতি প্রদর্শন করে আসছিলেন শামা ওবায়েদ এবং ভাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিমের সমর্থক ঘারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার মাতুব্বর ও সাধারণ সম্পাদক ফয়জুল হক মুন্সীর লোকজন। তারই জেরে আজ এ সংঘর্ষ হয়েছে।’ 

ঘারুয়া ইউনিয়নের খারদিয়া ৮নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি করিম মোল্লা বলেন, ‘গত ২৫ জানুয়ারি মালিগ্রামে কৃষক দলের কর্মী সভায় আমরা নেতা-কর্মীরা অংশ নেন। সেখানে প্রতিপক্ষের চান মিয়া মাতুব্বর, ইয়াদ আলী মীর গ্রুপের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আমাদের লোকজন। তারই জেরে গতকাল রাত সাড়ে ১০টার দিকে কৃষক দলের কর্মী মল্লিক ফরাজী, আনসার মীর, তোতা খলিফাসহ ৭-৮ জনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এর পর আজ সকালে শরিফাবাদ বাজারে পুনরায় কৃষক দলের নেতা-কর্মীকে মারধর করেন নান্নু, ইয়াদ আলী, জাহাঙ্গীর খলিফা ও কুতুবউদ্দিন ফরাজীর লোকজন। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান।’

তিনি দাবি করেন, প্রতিপক্ষের চান মিয়া মাতুব্বর ও ইয়াদ আলী মীর আগে নিক্সন চৌধুরীর কর্মী ছিলেন। ৫ আগস্টের পর তারা বিএনপিতে যোগ দিয়ে এ অপকর্ম করছেন।’ 

এদিকে শ্যামা ওবায়েদ এর পক্ষের চান মিয়া মাতুব্বর ও ইয়াদ আলী মীরের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। তবে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম বলেন, ‘গত ৫ আগস্টের পর ভাঙ্গায় অনেকেই আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছে। তারাই এ সংঘর্ষ চালাচ্ছে। সকালে খারদিয়া গ্রামে সংঘর্ষে প্রতিপক্ষের আওয়ামী লীগের লোকজন ঘারুয়া ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীর ওপরে অতর্কিত হামলা চালিয়েছে। এ হামলায় ঘারুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি ফয়জুল হক মুন্সীর অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সদস্য ইদ্রিস মোল্লার বাম হাত কেটে নিয়েছে হামলাকারীরা। এছাড়াও কমপক্ষে ১২ নেতা-কর্মী ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি রয়েছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা) সার্কেল মো. আসিফ ইকবাল বলেন, ‘রাত সাতটার আগ পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাইনি। তবে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’ 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ স ঘর ষ আহত ব এনপ র স র ল কজন স ঘর ষ র কর ম উপজ ল

এছাড়াও পড়ুন:

অস্ট্রেলিয়া ও কানাডায় বৃত্তির সুযোগ

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের যে বৃত্তি দেয় সেগুলোর অন্যতম একটি অ্যাওয়ার্ডস স্কলারশিপ। অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগে এ বৃত্তি দেওয়া হয়। এ বৃত্তি পেলে স্বাস্থ্য, ডেভেলপমেন্ট, পরিবেশ, সাসটেইনেবিলিটি, ট্রেড, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ব্লু ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে পড়া যাবে দেশটিতে। বাংলাদেশিসহ বিশ্বের আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের সুযোগ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। 
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসে সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ
*বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ
*বিমানে ইকোনমি ক্লাসে যাতায়াতের টিকিট
*বসবাসের খরচ ও স্বাস্থ্যবীমার সুবিধা
*কোর্স ভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ-সুবিধাও আছে।
আবেদনের যোগ্যতা
*১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকরা আবেদন করতে পারেন
*অস্ট্রেলিয়ার নাগরিকত্ব যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন না
*অস্ট্রেলিয়ার নাগরিকের সঙ্গে বাগদান বা বিবাহিত হলে আবেদন করা যাবে না
*কোনো সামরিক সেবার সঙ্গে যুক্ত থাকা যাবে না
*আইইএলটিএস স্কোর কমপক্ষে ৬ দশমিক ৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ড স্কোর হতে হবে ৬ অথবা
*ইন্টারনেট টেস্টে টোয়েফলে স্কোর কমপক্ষে ৮৪ (আইবিটি) অথবা
*পিটিই অ্যাকাডেমিক স্কোর ৫৮।
আবেদন পদ্ধতি
আবেদনের বিস্তারিত জানা যাবে– https://australiaawardsbangladesh.org/get-ready-to-apply-2026/?fbclid=IwY2xjawH0bahleHRuA2FlbQIxMAABHWkt7TxGkXkhpM8FOlj10i8auiUnQtI6Stz9UfGF7eoqCQx1sRIh8J0NMQ_aem_ksULw-KVoTlsr0CutsPifA


কানাডার অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সাসকাচুয়ান। এটি দেশটির সরকারি গবেষণা প্রতিষ্ঠানও। এটি চিকিৎসাক্ষেত্রে গবেষণায় অবদানের জন্যও পরিচিত। ১৯০৭ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের একটি বৃত্তি ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 
সুযোগ-সুবিধা  
lকানাডিয়ার সংস্কৃতি অন্বেষণ ও সেখানকার উচ্চশিক্ষা অর্জনের সুযোগ।
lনির্বাচিত শিক্ষার্থীদের এককালীন ১০ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা
lআন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
lস্নাতক ডিগ্রিতে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
lইংরেজিতে দক্ষ হতে হবে। এর দক্ষতা পরীক্ষার স্কোর (আইইএলটিএস ও টোয়েফল) জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৫ ফেব্রুয়ারি ২০২৫।
বিস্তারিত জানতে
https://admissions.usask.ca/ money/ search-awards.phpaward= 301371ES01 

সম্পর্কিত নিবন্ধ

  • তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় ৫ বন্দি নিহত
  • অস্ট্রেলিয়া ও কানাডায় বৃত্তির সুযোগ
  • ইতালি নেয়ার প্রলোভনে লিবিয়ায় নির্যাতন, অর্ধশত যুবক নিখোঁজ
  • ফরিদপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ২২