সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের পাঁচপীর মাজার সংলগ্ন ভাগলপুর গ্রামে একটি গ্যারেজের তালা ও শাটার ভেঙ্গে ৫টি অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে গ্যারেজের মালিক মো. আলী হোসেন সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এতে তিনি উল্লেখ করেন, তিনি ভাগলপুরে নিজ বাড়িতে একটি অটোরিকশার গ্যারেজ তৈরি করে এতে পাঁচটি অটোরিকশা রাখতেন। তিনি নিজেও একটি অটোরিকশা চালাতেন।

গত শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে গাড়ি গ্যারেজে রেখে ঘুমাতে যান। শনিবার ভোরে  প্রতিবেশীরা তাকে ঘুম থেকে ডেকে তুলে জানান, তার গ্যারেজের শাটার খোলা, কোনো অটোরিকশা নেই। বিভিন্নস্থানে খোঁজাখুজি করে অবশেষে শনিবার রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছি। 

সোনারগাঁও থানার সেকেন্ড অফিসার এসআই মো.

মাসুদ জানান, মো. আলী হোসেন নামে এক ব্যাক্তি তার গ্যারেজের তালা ভেঙ্গে ৫টি অটোরিকশা চুরির অভিযোগ করেছেন। এ ব্যাপারে সোনারগাঁও থানার এসআই আব্দুল জলিলকে তদন্তভার দেওয়া হয়েছে। 

এসআই আব্দুল জলিল বলেন, তিনি অভিযোগের কপি পাওয়ার পর থেকে ওই অটোরিকশা চোরদের সিন্ডিকেট ধরতে অভিযান চালাচ্ছেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

খুলনায় নায়িকা পপির বিরুদ্ধে বোনের জিডি

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) অভিনেত্রীর মেজো বোন ফিরোজা পারভীন খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় জিডিটি করেন। জমি দখলের চেষ্টার অভিযোগে জিডি করা হয়েছে পপির বিরুদ্ধে। 

সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি তদন্ত করছেন সোনাডাঙ্গা থানার এসআই গোলাম মোস্তফা। 

আরো পড়ুন:

দিনাজপুরে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা: আ.লীগ নেতা গ্রেপ্তার

সোনাডাঙ্গা থানার জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার নিজস্ব জমিতে ভাড়া দেওয়া বাড়ির সামনে যান। বাধা দিলে পপি ও তার স্বামী মিলে বোন ফিরোজা পারভীনকে হুমকি দেন। 

চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম গণমাধ্যমকে বলেন, ‍“আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর পাঁচ-ছয় বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব।” 

পপির মেজো বোন ফিরোজা পারভীন বলেন, “আমরা চার বোন, দুই ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে।  পপি সবার জমি একাই দখল করতে চান।”

তিনি আরো বলেন, “স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা সঠিক বিচার চাই।”

জিডির তদন্তকারী কর্মকর্তা সোনাডাঙ্গা থানার এসআই গোলাম মোস্তফা বলেন, “বিষয়টি পপিদের পারিবারিক। সে কারণে দুই পক্ষকে ডেকে কথা বলে বিষয়টি তদন্ত করা হবে। এরপরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় পপির। প্রথম সিনেমা দিয়ে সাফল্য পান। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমায় কাজ করেছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চে শতভাগ স্কলারশিপ
  • শিক্ষার্থী আটকে উত্তরা পশ্চিম থানায় হামলা: এসআই প্রত্যাহার
  • রাজধানীতে পৃথক ঘটনায় নারী-শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার
  • খুলনায় নায়িকা পপির বিরুদ্ধে বোনের জিডি
  • টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা: ৫২১ জনকে আসামি করে মামলা