ইটভাটা বন্ধ না করার দাবিতে কুড়িগ্রামে সমাবেশ
Published: 2nd, February 2025 GMT
ইটভাটা চালু রাখার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইট প্রস্তুতকারী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেল প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে ইটভাটার মালিক ও শ্রমিকরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী ও ইটভাটার মলিক খায়রুল ইসলাম। সমাবেশে ইটভাটার শ্রমিকরাও বক্তব্য রাখেন।
আরো পড়ুন:
টাকার দাবিতে আ.
বায়ুদূষণ রোধে অভিযান: জরিমানা ২৪ লাখ টাকা, ৯ ভাটা বন্ধ
ইটভাটার শ্রমিক মহির উদ্দিন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ইট ভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করছি। ভাটাগুলো বন্ধ হয়ে গেলে আমাদের কাজ করার সুযোগ থাকবে না।”
জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স নিয়ে ঝিকঝাক ইটভাটা পরিচালনা করছি। ২০১৯ সালে সরকার ইটভাটাগুলোকে অবৈধ্য ঘোষণা করে। বর্তমানে আমরা নিয়ম মাফিক সব কাগজপত্র জমা দিলেও লাইসেন্স দেওয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে ভাটার মালিকদের ক্ষতি ও শ্রমিকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে সব ইটভাটা বন্ধ না করে পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।”
ঢাকা/বাদশাহ/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইট ভ ট ইটভ ট র
এছাড়াও পড়ুন:
দুপুরে গণমিছিল করবে পলিটেকনিক শিক্ষার্থীরা
আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের বৈঠক ফলপ্রসূ হয়নি। এ কারণে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে বৃহস্পতিবার রাতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। সে অনুযায়ী আজ শুক্রবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার সচিবালয়ে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করে ছয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। বৈঠকের পর বিকেলে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম। তিনি বলেন, আমরা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে বসেছিলাম; কিন্তু মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি। আমরা কঠোর কর্মসূচির দিকে যাব।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তারা। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের কারিগরি অনুবিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিন।
আন্দোলনের নেতা জুবায়ের পাটোয়ারী সমকালকে বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা সাক্ষাৎ, কথাবার্তা কিছুই হয়নি। সচিবরাও ছিলেন না। সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।