ইটভাটা বন্ধ না করার দাবিতে কুড়িগ্রামে সমাবেশ
Published: 2nd, February 2025 GMT
ইটভাটা চালু রাখার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইট প্রস্তুতকারী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেল প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে ইটভাটার মালিক ও শ্রমিকরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী ও ইটভাটার মলিক খায়রুল ইসলাম। সমাবেশে ইটভাটার শ্রমিকরাও বক্তব্য রাখেন।
আরো পড়ুন:
টাকার দাবিতে আ.
বায়ুদূষণ রোধে অভিযান: জরিমানা ২৪ লাখ টাকা, ৯ ভাটা বন্ধ
ইটভাটার শ্রমিক মহির উদ্দিন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ইট ভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করছি। ভাটাগুলো বন্ধ হয়ে গেলে আমাদের কাজ করার সুযোগ থাকবে না।”
জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স নিয়ে ঝিকঝাক ইটভাটা পরিচালনা করছি। ২০১৯ সালে সরকার ইটভাটাগুলোকে অবৈধ্য ঘোষণা করে। বর্তমানে আমরা নিয়ম মাফিক সব কাগজপত্র জমা দিলেও লাইসেন্স দেওয়া হচ্ছে না। এ পরিস্থিতিতে ভাটার মালিকদের ক্ষতি ও শ্রমিকদের কর্মসংস্থানের কথা চিন্তা করে সব ইটভাটা বন্ধ না করে পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।”
ঢাকা/বাদশাহ/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইট ভ ট ইটভ ট র
এছাড়াও পড়ুন:
মার্চে অপার্থিবের অ্যালবাম
সিম্ফোনিক মেটাল ব্যান্ড অপার্থিব–এর প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’ মুক্তি পাচ্ছে ২৮ মার্চ। স্পটিফাই, ইউটিউিবসহ ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যালবামটি শোনা যাবে। অ্যালবামে ‘আবছা নীল কণা’সহ মোট সাতটি গান রয়েছে।
ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট সালেহীন বলেন, ‘প্রথম অ্যালবামের ক্ষেত্রে শ্রোতাদের সমর্থন এবং ভালোবাসা ছিল আমাদের জন্য বিরাট অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, সংগীত হচ্ছে এমন একটি মাধ্যম যা আমাদের বারবার দেশের মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।’
২০০৯ সালে প্রথম মঞ্চে ওঠে অপার্থিব। ব্যান্ডের পাঁচ সদস্য সৈয়দ আদনান আলী (ড্রামস), সালেহীন চৌধুরী (ভোকাল ও গিটার), আসফিন হায়দার (ভোকাল), আদিয়ান ফয়সাল (কি–বোর্ড), সৈয়দ আহসান আলী (বেজ গিটার) বর্তমানে কানাডার অটোয়াতে বসবাস করছেন।
অ্যালবাম প্রকাশের আগে ২৭ ফেব্রুয়ারি অ্যালবামের পঞ্চম গান ‘পথিক’ প্রকাশিত হবে। এতে অতিথি গিটারিস্ট হিসেবে ছিলেন সাজ্জাদুল আরেফিন।
আরও পড়ুনপ্রথমবারের মতো বাংলাদেশে কানাডিয়ান বাংলাদেশি ব্যান্ড ‘অপার্থিব’২৫ জানুয়ারি ২০২৪