রাজধানীতে মাইক্রোবাসচাপায় নারী নিহত
Published: 2nd, February 2025 GMT
রাজধানীর টিকাটুলিতে মাইক্রোবাসচাপায় মরিয়ম আক্তার (৩১) নামে এক গৃহবধু নিহত হয়েছেন।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে টিকাটুলি রাজধানী সুপার মার্কেটের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মরিয়ম আক্তারের স্বামী মো.
আরো পড়ুন:
সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৫
পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২
মরিয়মের স্বামী স্বপন বলেন, “দুপুরে বাসা থেকে তার দোকানে এসেছিলেন মরিয়ম। সেখান থেকে বাজার করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। কিছু সময় পর মরিয়মের ফোন থেকে কল করে তাকে জানানো হয়, একটি মাইক্রোবাস মরিয়মকে চাপা দিয়েছে। সঙ্গে সঙ্গে স্বপন ঘটনাস্থলে গিয়ে দেখেন, একটি মাইক্রোবাসকে স্থানীয় লোকজন ধরে রেখেছে এবং জানতে পারেন পথচারীরা মরিয়মকে ঢামেকে নিয়ে গেছেন।”
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, টিকাটুলি এলাকা থেকে ওই নারীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন স বপন
এছাড়াও পড়ুন:
পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উচ্ছেদ অভিযানের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন (বাপেওএ) রাজশাহী বিভাগ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাপেওএ-এর রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল। এসময় বগুড়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্মঘটের সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনা নোটিশে ও কোনো আনুষ্ঠানিক চিঠি ছাড়া সওজ বিভাগ আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে পেট্রোল পাম্প মালিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ওই বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকদের এই ধর্মঘট সফল করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছিল।
ঢাকা/এনাম/মাসুদ