বর্ধিত ভ্যাট প্রত্যাহার, সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

রবিবার (২ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের গাইবান্ধা জেলা সম্পাদক কমরেড রেবতী বর্মন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা আহ্বায়ক গোলাম রব্বানী।

বক্তারা বলেন, দুর্নীতি, লুটপাট, মামলা-হামলা, বাজার সিন্ডিকেট, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ভোটাধিকার হরণসহ নানা অপকর্মের কারণে বিগত সরকারের পতন হয়েছিল। এসব থেকে মুক্তির আকাঙ্খায় মানুষ রাস্তায় নেমেছিল। অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস অতিবাহিত হয়েছে। এরই মধ্যে মানুষের আকাঙ্খার বিপরীত কর্মকাণ্ড শুরু হয়েছে। তারা সিন্ডিকেট ভাঙার বদলে নিত্যপণ্যের ওপর ভ্যাট আরোপ করেছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে, যা গ্রহণযোগ্য নয়। 

বক্তারা প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে। 

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন নেতারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ঢাকা/মাসুম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ম গণত ন ত র ক জ ট

এছাড়াও পড়ুন:

তারকা বনে গেছেন ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং

গত মাসে উন্মুক্ত হওয়ার পরপরই প্রযুক্তি-দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ডিপসিক চ্যাটবট। আর তাই এক মাসের মধ্যেই তারকা বনে গেছেন চ্যাটবটটির নির্মাতা প্রতিষ্ঠান ‘ডিপসিক’-এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং। এরই মধ্যে নিজের জন্মস্থান দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে সংবর্ধনা পেয়েছেন তিনি। লুনার নিউ ইয়ার উদ্‌যাপনের জন্য গুয়াংডং ভ্রমণে গেলে স্থানীয় লোকজন তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। তাঁর নিরাপত্তার জন্যও ছিল বিশেষ ব্যবস্থা।

ওয়েনফেংয়ের শৈশব কেটেছে গুয়াংডংয়ের এক গ্রামে। স্থানীয় লোকজন জানান, তিনি ছোটবেলা থেকেই মেধাবী। গণিতে দক্ষতার পাশাপাশি কমিক বই পড়তে ভালোবাসতেন। তাঁর পরিবারের সদস্যরা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘ওয়েনফেং ফুটবলও খেলতেন। আমরা একই গ্রামে বড় হয়েছি। তাঁকে নিয়ে আমরা গর্বিত।’ তবে বিশ্বজুড়ে আলোচনার শীর্ষে থাকলেও ওয়েনফেং নিজেকে আড়ালে রাখতে চান। আর তাই তিনি বরাবরই জনসমক্ষে আসার বিষয়টি এড়িয়ে চলছেন।

আরও পড়ুনচীনের ডিপসিক এআই মডেল নিয়ে কেন এত আলোচনা২৮ জানুয়ারি ২০২৫

৪০ বছর বয়সী ওয়েনফেং তারকা পরিচিতির পাশাপাশি কোটিপতিও বনে গেছেন। এত দিন হাই ফ্লাইয়ার নামের প্রতিষ্ঠানের জন্য পরিচিতি পেলেও এবার নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ডিপসিকের কারণে আয়ের পরিমাণ বেড়েছে লিয়াং ওয়েনফেংয়ের। চীনের জন্যও ডিপসিক চ্যাটবট বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, দেশটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রসেসর সরবরাহে মার্কিন বিধিনিষেধের মুখে রয়েছে।

আরও পড়ুনডিপসিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন এআই মডেল আনল ওপেনএআই০৩ ফেব্রুয়ারি ২০২৫

বাজার বিশ্লেষকদের মতে, ডিপসিক চ্যাটবটের কার্যক্ষমতা এরই মধ্যে চ্যাটজিপিটি, জেমিনি ও ক্লডের মতো বিভিন্ন এআই চ্যাটবটকে পেছনে ফেলেছে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে হুমকির মুখে ফেলেছে চীন।

সূত্র: টেক ক্রাঞ্চ, সাউথ চায়না মর্নিং পোস্ট

আরও পড়ুনডিপসিক নিয়ে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলো কী ভাবছে৩০ জানুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ