জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন বলেছেন, চলতি ফেব্রুয়ারিতেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে। রোববার (২ ফেব্রয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে ৮ দফা দাবির স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি । 

জাতীয় নাগরিক কমিটির এই নেতা বলেন, দল গঠনের লক্ষ্য বাস্তবায়নের কাজ বেশ ভালোভাবেই চলছে। এ নিয়ে ইতিমধ্যে জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেয়া ছাত্র-জনতা ও বিভিন্ন পেশাজীবিদের সাথে আমাদের সংলাপ ও আলোচনা চলছে। অতি দ্রুত সময়ে রাজনৈতিক দল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারীর মধ্যেই নতুন দল গঠিত হবে। 

স্মারকলিপি প্রদান প্রসঙ্গে আবদুল্লাহ আল আমিন বলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে আমরা ৮ টা টপিকে স্মারকলিপি প্রদান করেছি। নারায়ণগঞ্জ শহরে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। চাঁদাবাজি, ছিনতাই, যানজট বাড়ছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।

এছাড়া শহীদ পরিবারগুলো মামলা জনিত হয়রানির শিকার হচ্ছে, এই বিষয়ে জেলা প্রশাসক যেন ব্যবস্থা নেয় আমরা তাকে বলেছি। জেলা প্রশাসক আমাদের কথাগুলো গুরুত্ব দিয়ে শুনেছেন এবং সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেছেন। 

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ যেহেতু আন্দোলনের অন্যতম কেন্দ্র ছিলো, তাই শহীদদের স্মরণে এখানে স্মৃতিস্তম্ভ নির্মানের দাবিও জানানো হয়েছে। 

এছাড়া গণঅভ্যুত্থানে গুলি চালানো সব খুনিদের দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের প্রতি দাবি জানানোর কথাও উল্লেখ করেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন।

তিনি বলেন, ছাত্র জনতার উপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে জেলা প্রশাসককে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মা শান্তি পাবেনা যদি ফ্যাসিবাদী শক্তি ও দোসরদের শাস্তি না হয়।

এর আগে শহরের চাষাঢ়ায় শহীদ মিনার থেকে পদযাত্রা করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান  জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব সহ কেন্দ্রীয় কয়েকজন সদস্য ও স্থানীয় নেতা-কর্মীরা। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শওকত আলী, তুহিন মাহমুদ, তামিম আহমেদ, নারায়ণগঞ্জের প্রতিনিধি আহমেদুর রহমান তনু, সোহেল খান সিদ্দিক, জুবায়ের হোসেন, ফজলে রাব্বি, রনি খন্দকার, রাকিব প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র জন ত ন র য়ণগঞ জ ছ ত র দল ন র য়ণগঞ জ সদস য

এছাড়াও পড়ুন:

রেজা রিপনের ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকা’র বড় ছেলে এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপনআজ সকাল সাড়ে আটটায় (সোমবার) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর চেয়ারম্যানবাড়ী সংলগ্নবাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে (মাসদাইর) মরহুমের দাফন সম্পন্ন হবে।মৃত্যুকালে পরিবারে স্ত্রী, দুই ছেলে ওএক মেয়ে এবং আত্নীয়স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গিয়েছেন।

আহাম্মদ আলী রেজা রিপনেরমৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • দেশের বিভিন্ন জায়গায় হামলা-ভাঙচুরে ১০ মামলা, গ্রেপ্তার ৭২
  • মাফিয়াতন্ত্র এখন বিএনপির দখলে : রফিউর রাব্বি
  • ওসমান পরিবারের বিদেশে পালিয়ে যাওয়ার দায় সরকার এড়াতে পারে না : রফিউর রাব্বি
  • নারায়ণগঞ্জ জেলা কারাগারের পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার
  • নিতাইগঞ্জে কোকাকোলার গুদামে হামলার চেষ্টা, আটক ৪  
  • নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুরে কিশোরের লাশ
  • বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের পূর্ণ সমর্থনে 
  • নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • রেজা রিপনের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ’র শোক
  • রেজা রিপনের ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক