গোমার হাসপাতালের মর্গে পড়ে আছে ৭৭৩ মৃতদেহ
Published: 2nd, February 2025 GMT
পূর্ব কঙ্গোর গোমা শহর এবং এর আশেপাশের হাসপাতালের মর্গে ৭৭৩টি মৃতদেহ পড়ে আছে। রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীদের হামলায় এরা নিহত হয়েছে। শনিবার কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, মর্গগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত মৃতদেহ পড়ে আছে। এর বাইরে রাস্তায় আরো মৃতদেহ পড়ে আছে। ২৬ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত মোট ২ হাজার ৮৮০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার তুতসি গোষ্ঠীর নেতৃত্বাধীন এম২৩ বিদ্রোহীরা পূর্ব কঙ্গোর বৃহত্তম শহর এবং উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমা দখল করে। এই শহরটিতে লাভজনক সোনা, কোল্টান এবং টিনের খনি রয়েছে। এরপর তারা দক্ষিণ কিভুর বুকাভুর দিকে অগ্রসর হয়। কিন্তু শুক্রবার বুরুন্ডির সেনাবাহিনীর সমর্থিত কঙ্গোলিজ সেনারা তাদের প্রতিহত করেছে।
সুপ্রশিক্ষিত এবং পেশাদারভাবে সশস্ত্র এম২৩ হলো রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহী আন্দোলনের একটি শাখা। এরা কঙ্গোর পূর্ব সীমান্তে আবির্ভূত হয়েছে।
রয়টার্স জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনা দীর্ঘস্থায়ী মানবিক সংকটকে আরো খারাপ করে তুলেছে। এম২৩ এবং কঙ্গোলিজ সেনাদের মধ্যে সংঘর্ষ থেকে বাঁচতে লাখ লাখ মানুষ গোমায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হারানো, চুরি ও ছিনতাই হওয়া ১০৬ মুঠোফোন মালিকদের ফিরিয়ে দিল ডিএমপি
হারানো, চুরি ও ছিনতাই হওয়া ১০৬টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুঠোফোন হারানো, চুরি ও ছিনতাই হওয়ার বিভিন্ন ঘটনায় সংশ্লিষ্ট মালিকদের করা সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের পরিপ্রেক্ষিতে ধানমন্ডি থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গত এক মাসে ২৮টি মুঠোফোন উদ্ধার করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সময় হাজারীবাগ থানার পুলিশ হারিয়ে যাওয়া, চুরি ও ছিনতাই হওয়া ৭৮টি মুঠোফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দেয়।
হারিয়ে যাওয়া মুঠোফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মালিকেরা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। মুঠোফোন ফিরে পেয়ে অনেকে এ সময় আবেগপ্রবণও হয়ে পড়েন।