না, বোর্নমাউথ কোন চমক দেখাতে পারল না। মোহাম্মদ সালাহর আরেকটি রেকর্ডের রাতে থামল বোর্নমাউথের স্বপ্নযাত্রা। লিভারপুলের বিপক্ষে হারার আগে সবধরনের প্রতিযোগিতায় টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল দলটি। এই স্বপ্নযাত্রায় তারা হারিয়েছিল ম্যানচেস্টার দুই দল ইউনাইটেড এবং সিটিকে। এমনকি আগের ম্যাচেই টেবিলের তৃতীয় স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্টকে উড়িয়ে দিয়েছিল ৫-০ গোলে। তবে লিভারপুলের সামনে আত্মসমর্পণ করতেই হলো বোর্নমাউথকে। মূলত দুর্দান্ত ফর্মে থাকা সালাহর কাছেই হেরেছে তারা।

শনিবার (১ ফেব্রুয়ারি, ২০২৫) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সালহার জোড়া গোলে বোর্নমাউথের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে লিভারপুল। তবে জিতেও স্বস্তিতে নেই অল রেডরা। দ্বিতীয়ার্ধে ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড পেশির চোটে মাঠ থেকে বেরিয়ে যান। এদিকে বৃহস্পতিবার টটেনহ্যামের বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে ক্যারাবাও কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলতে নামবে আর্নে স্লটের দল।

আরো পড়ুন:

সালাহর ‘একশর’ দিনে লিভারপুলের দাপুটে জয়

ইউরোপিয়ান মঞ্চে সালাহর বিশেষ ‘ফিফটি’

 

এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩৩ ম্যাচে ২৫ গোল এবং ১৭ অ্যাসিস্ট করা সালাহ বোর্নমাউথের বিপক্ষেও ছুঁয়েছেন একটা মাইলফলক। ম্যাচের প্রথম গোলটি ছিল ‘ইউরোপে সব দল’ মিলিয়ে সালাহর ৩০০তম। জোড়া গোলে যা হয়েছে ৩০১টি। আর অল রেডদের জার্সিতে সালাহর গোলসংখ্যা এখন ২৩৬টি।

প্রতিপক্ষের মাঠে পাওয়া জয়ের সুবাদে লিভারপুল ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।  আর ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে বোর্নমাউথ। অন্যদিকে ব্রাইটনের বিপক্ষে জয় পাওয়া নটিংহাম ফরেস্ট ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়েছে। এক ম্যাচ কম খেলা আর্সেনাল, ফরেস্টের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

অন্যদিকে আরনল্ডের চোটে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে অলরেড বস স্লটের কপালে, “ ও আমাকে জিজ্ঞেস করেছিল তাকে বদলি করতে পারব কিনা। ও (আরনল্ড) কিছু একটা (বাজে) অনুভব করেছে।” চোটের গুরুত্ব বুঝাতে গিয়ে স্লট যোগ করেন, “এটা কখনোই ভালো না, যখন কোনো খেলোয়াড় নিজে বদলি হতে চায়।”

আরনল্ডকে স্পার্সের বিপক্ষে পাওয়া যাবে কি না, এই প্রশ্নের জবাবে স্লট জানান, “আমি অবাক হবো যদি ও বৃহস্পতিবার খেলে।”

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

এসএসসিতে যশোর বোর্ডের ১০৯ পরীক্ষার্থী পাবে অতিরিক্ত সময়

আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় যশোর বোর্ড থেকে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ১০৯ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৭০ জন পরীক্ষার নির্ধারিত সময়সহ আরও অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। বাকি ৩৯ জন শ্রুতিলেখকসহ অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।

আরও পড়ুনএসএসসি পরীক্ষা কাল শুরু, পরীক্ষার্থীদের প্রতি ১৪ নির্দেশনা ১০ ঘণ্টা আগে

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবদুল মতিন সময় বৃদ্ধি ও শ্রুতিলেখক নিয়োগের বিষয়টি অনুমোদন করেছেন।

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা যাতে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে পরীক্ষা দিতে পারে, সে বিষয়টি নিশ্চিত করবেন সংশ্লিষ্ট কেন্দ্র সচিব। এ ব্যাপারে সার্বিক নির্দেশনা দিয়ে কেন্দ্র সচিবদের কাছে পাঠানো চিঠি যশোর বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

আরও পড়ুনএসএসসি–২০২৫ পরীক্ষা, শিক্ষার্থীদের শেষ মুহূর্তের করণীয়০৬ এপ্রিল ২০২৫

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বাসসকে বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আমাদের বিশেষ কিছু ব্যবস্থা নিতেই হবে। সে কারণেই বিশেষ চাহিদাসম্পন্নদের মধ্যে যারা লেখার ক্ষেত্রে খুব ধীরগতির, তাদের ৩০ মিনিট অতিরিক্ত সময় অনুমোদন করা হয়েছে। যারা শ্রুতিলেখক নিবে, তারা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।’

শ্রুতিলেখক নিয়োগের বিষয়ে তিনি বলেন, পরীক্ষার্থীরা নিজেই তাদের শ্রুতিলেখক নিয়োগ করবে, তবে শ্রুতিলেখকের শিক্ষাগত যোগ্যতা কোনোভাবেই অষ্টম শ্রেণির বেশি হতে পারবে না।

আরও পড়ুন১৩৫টি কলেজে নতুন অধ্যক্ষ২১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ