Samakal:
2025-02-05@09:56:38 GMT

ক্ষোভ প্রকাশ করে যা বললেন শাওন

Published: 2nd, February 2025 GMT

ক্ষোভ প্রকাশ করে যা বললেন শাওন

বাংলাদেশের নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ দীর্ঘদিনের। তার অধীনে না খেলার বিষয়টি বলে আসছিলেন সাবিনা খাতুন-মাসুরা আক্তাররা। কিন্তু বাফুফে সেই বাটলারকেই ২ বছরের জন্য আবার কোচ করেছে।

কোচ বাটলার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ায় এবার সেই দ্বন্দ্ব আরও চরমে উঠেছে। দ্বন্দ্ব এতটাই যে ইংলিশ কোচ দায়িত্বে থাকলে গণ-অবসর নেওয়ার হুমকি দিয়েছেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা।

এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি পোস্ট দেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। পোস্টে তিনি নারী ফুটবলারদের একটি খবরের ভিডিও শেয়ার করেন।
 
ক্ষোভ প্রকাশ করে শাওন, ‘নারী আবার ফুটবলার কীসের! নারী অন্দরমহলের জীব। বাচ্চা পয়দা করবে, পালবে; রানবে-খাওয়াবে.

..স্বামীর মনোরঞ্জন করবে।’
 
তিনি আরো উল্লেখ করেন, “এসব ন্যাকা কান্না দেখে তাদের আর মাথায় তুলব না। আমি ‘এমেজিং মেটিকুলাসলি ডিজাইনড’ প্ল্যানের পরিণতিতে পাওয়া বাংলাদেশ ২.০-এর সুশীল নাগরিক।’

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নির্বাচন করে ক্ষমতায় আসবে কখনো চেষ্টা করেনি আওয়ামী লীগ: লক্ষ্মীপুরে এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আছে। আওয়ামী লীগ লুটপাট ও গুম-খুন করেছে। জীবনে কোনো দিন নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে, জনপ্রতিনিধি হয়ে বক্তব্য রাখবে, কখনো সেই চেষ্টা করেনি।

আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপির নেতা এ্যানি বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্র-ছাত্রী ও জনগণকে জিম্মি করে লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছে।

এ্যানি আরও বলেন, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, দেশের মানুষের প্রতি তাঁর দরদ, তাঁর স্বাভাবিক রাজনীতি, মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে। তাঁর কথাতেই পরিষ্কার, তিনি কাউকে প্রশ্রয় দেবেন না। এখানেই আওয়ামী লীগ ও বিএনপির পার্থক্য। তারেক রহমান ও বিএনপি চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা করতে। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা বিএনপির পক্ষেই সম্ভব।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেন। এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ।

সম্পর্কিত নিবন্ধ