খেলাধুলার সময় ছবি তোলা নিয়ে স্কুল শিক্ষার্থীদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে ফরিদপুরের সালথা উপজেলার দুই ইউনিয়নের বাসিন্দারা ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিয়েছিলেন। এ উপলক্ষে আজ রোববার সকালে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে ও যদুনন্দী ইউনিয়নের খারদিয়া এলাকায় অন্তত ১০ হাজার মানুষ দেশিয় অস্ত্র নিয়ে জড়ো হন। তবে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেষ্টায় সংঘর্ষ থেকে বিরত থাকেন দুই ইউনিয়নের বাসিন্দারা। 

স্থানীয় এলাকাবাসী জানান, শনিবার বিকেলে ফুলবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে খেলাধুলা নিয়ে যদুনন্দী ইউনিয়নের খারদিয়া ও বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিষয়টি উভয় ইউনিয়নের বাসিন্দারা মেনে নিতে পারেননি। তাই ঘটনার পর থেকে উভয় ইউনিয়নবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায় রাতেই উভয় ইউনিয়নের বাসিন্দা সংঘর্ষের ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী বল্লভদী ইউনিয়নের পক্ষে ফুলবাড়িয়া বাজারে অন্তত ৬-৭ হাজার লোক জড়ো হন। অন্যদিকে যদুনন্দী ইউনিয়নের পক্ষে খারদিয়া এলাকায় ২-৩ হাজার লোক জড়ো হন। এ সময় তারা দেশিয় অস্ত্র আশপাশে মজুদ করে রাখেন। খবর পেয়ে প্রথমে সালথা থানা পুলিশ ও পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে যৌথ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বল্লভদী ইউপি চেয়ারম্যান মো.

খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, ‘খেলাধুলার সময় ছবি তোলা নিয়ে ফুলবাড়িয়া গ্রামের শিক্ষার্থীদের মারধর করে খারদিয়া গ্রামের শিক্ষার্থীরা। যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামটি অনেক বড়। ওরা অন্য ইউনিয়নের কাউকে মানুষই মনে করে না। তাই বাধ্য হয়ে আমাদের ইউনিয়নের লোকজন জড়ো হয়েছিল প্রতিবাদ করতে। তবে ইউএনও, ওসি, সেনাবাহিনী ও উপজেলা বিএনপির নেতাদের চেষ্টায় সংঘর্ষে জড়াতে পারেনি কেউ।’

যদুনন্দী ইউপি চেয়ারম্যান মো. রফিক মোল্যা বলেন, ‘বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত হয়েছে। এলাকার পরিবেশ এখন শান্ত।’ তবে কি কারণে সংঘর্ষের এমন প্রস্তুতি নেওয়া হয়েছিল, সে বিষয়টি তিনি এড়িয়ে যান।

সালথা থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আতাউর রহমান বলেন, উভয় ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। 

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, খবর পেয়ে উভয় ইউপির চেয়ারম্যানকে বলা হয়েছে, কোনোভাবেই যেন সংঘর্ষ না হয়।

উৎস: Samakal

কীওয়ার্ড: স ঘর ষ স ঘর ষ র উপজ ল

এছাড়াও পড়ুন:

চ্যাম্পিনয়স ট্রফির প্রস্তুতিতে পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের দারুণ শুরু

এক সময় নিয়মিতই অনুষ্ঠিত হওয়া তিন জাতির টুর্নামেন্ট এখন বিলুপ্ত প্রায়। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্যই মূলত ছয় বছর পর আবার ফেরানো হয়েছে ত্রিদেশীয় সিরিজের লড়াই। লাহোরে আজ শনিবার লড়াইয়ের শুরুতেই বাজিমাত করেছেন নিউজিল্যান্ড। স্বাগতিক পাকিস্তানকে সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। প্রথম ব্যাট করে ৬ উইকেটে ৩৩০ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৪৭.৫ ওভারে ৯ উইকেটে ২৫৪ রানে থামে পাকিস্তান। চোটের কারণে ব্যাট করতে পারেননি পাকিস্তানি পেসার হারিস রউফ।

টস জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের রানের চাকা শুরুতে ঘুরেছে ধীর গতিতে। ৪৫.৪ ওভারে ২৫৪ রানে ৬ উইকেট হারানোর সময়ও মনে হয়নি কিউদের রান ৩০০ ছাড়াবে। কিন্তু সব অনুমান ভুল প্রমাণ করেছেন গ্লেন ফিলিপস। তাঁর ঝোড়ো গতির ৭৪ বলে ৬ চার ও ৭ ছক্কায় করা ১০৬ রানের কল্যাণেই নিউজিল্যান্ডের রান ৫০ ওভার শেষে ৩৩০ স্পর্শ করেছে।

নিজের প্রথম সেঞ্চুরি করার পথে শেষ ৫ ওভারে মিশেল ব্রেসওয়েলকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ফিলিপস। এই ৩০ বলে দুজন মিলে করেছেন ৮৪ রান। এমনকি ফিলিপসের শেষ ৫৬ রান এসেছে মাত্র ১৯ বলে। শেষ ওভারে সেঞ্চুরি পূরণ করার পথে শাহিন শাহ আফ্রিদির এক ওভারেই ফিলিপস করেছেন ২৫ রান। অন্য প্রান্তে অপরাজিত থাকা ব্রেসওয়েল করেছেন ২৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩১ রান।

ফিলিপসের আগে ৩৯ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। দুজন মিলে গড়েন ১১২ বলে ৯৫ রানের জুটি। উইলিয়ামসন ৮৯ বলে ৫৮ আর মিচেল করেন ৮৪ বলে ৮১ রান। পাকিস্তানের হয়ে শাহিন ৩ উইকেট নিলেও ১০ ওভারে দিয়েছেন ৮৮ রান। ৪১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আবরার আহমেদ।

জবাব দিতে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন ফখর জামান। তবে তাঁকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ২০১৫ সালের পর প্রথম ওপেন করতে নামা বাবর আজম। ফিরে যান ২৩ বলে ১০ রান করে। ফখর এক প্রান্তে ঝোড়ো ব্যাটিংয়ে দলের সম্ভাবনা বাঁচিয়ে রাখলেও অন্য প্রান্তে উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। তবে দারুণ ব্যাট করতে থাকা ফখর দলীয় ১১৯ রানে ফিরে গেলে বড় ধাক্কা খায় পাকিস্তান। ৬৯ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করেন এ ওপেনার।

ফখরের বিদায়ের পর সালমান আগা (৪০) ও তায়াব তাহির (৩০) কিছুটা আশা জাগিয়েছিলেন বটে। যদিও তা মিলিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। শেষ পর্যন্ত ২৫৪ রানের বেশি আর করতে পারেনি পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে ৩ উইকেট করে নিয়েছেন ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার। সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

সম্পর্কিত নিবন্ধ