ছিন্নমূল শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান সুরভি ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। শনিবার সকালে ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সৈয়দা ইকবাল মান্দ বানু।

এছাড়া সুরভির অনেক শুভানুধ্যায়ী, অতিথিবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুরভি স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্ররাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দেশাত্মবোধক গান, নৃত্য ও কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রাক্তন ছাত্ররা সুরভি স্কুলে তাদের বিগত দিনের মধুর সময়ের স্মৃতিচারণ করেন। এছাড়াও অতিথিরা বক্তব্য প্রদান করেন।

সুরভির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সৈয়দা ইকবাল মন্দ বানু অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থী, অভিভাবক, অতিথি এবং সুরভির কর্মীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
 
অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, সুরভি একটি শিশুকল্যাণমূলক সংস্থা যা সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিবেদিত। বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু ১৯৭৯ সালে সমাজের সুবিধাবঞ্চিত ও কর্মজীবী শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সংবাদ বিজ্ঞপ্তি

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল জুনে

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এ তথ্য জানান।

পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ‘সব বিসিএস দ্রুত শেষ করার জন্য বর্তমান কমিশন কাজ করছে। আমরা আশা করছি, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল ৩০ জুনের মধ্যে দিতে পারব। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর দ্রুত ভাইভা নেওয়া শুরু হবে। ভাইভা আগামী ২২ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।’

৪৬তম বিসিএসের বিষয়ে চেয়ারম্যান বলেন, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য ইতিমধ্যে সময়সূচি প্রকাশ করা হয়েছে। ঘোষিত সময় অনুযায়ী লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে শুরু হবে।

আরও পড়ুনফায়ার সার্ভিসে বড় নিয়োগ, পদ ১৬২৩ ঘণ্টা আগে

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। এখন খাতা দেখার কাজ চলছে। ৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

আরও পড়ুন৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুনের মধ্যে২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • এক বছরের মধ্যে বিসিএস পরীক্ষা শেষ করার পরিকল্পনা: পিএসসি
  • এক বছরে পরীক্ষার পরিকল্পনা: পিএসসি
  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ, পিএসসি ঘেরাও
  • ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল জুনে