গত ১৫ বছরে জিডিপিসহ সব ক্ষেত্রে মিথ্যা পরিসংখ্যান দেওয়া হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
Published: 2nd, February 2025 GMT
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, গত ১৫ বছরে পণ্যের উৎপাদন, চাহিদা, জিডিপিসহ সব ক্ষেত্রে মিথ্যা পরিসংখ্যান দেওয়া হয়েছে। যার প্রভাব মোকাবিলা করতে হচ্ছে বর্তমান সরকারকে।
আজ রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে বণিক বার্তা আয়োজিত পলিসি কনক্লেভে তিনি এ কথা বলেন। এ আলোচনার মূল বিষয় ছিল ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বর্তমানে বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের যে দাম রয়েছে তাতে দেশেও দাম কমার কথা। দেশে পণ্যের পর্যাপ্ত মজুত আছে। দাম বাড়ার কারণ নেই। আশা করি, সামনেও দাম বাড়বে না।
বিগত সময়ে বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে প্রতিযোগিতা কমিশন ব্যর্থ হয়েছে দাবি করে বাণিজ্য উপদেষ্টা বলেন, কমিশনকে পুরোপুরি স্বাধীন করে দেওয়া হবে। যাতে বাজারে কেউ একচেটিয়া ব্যবসা করতে না পারে, প্রতিযোগিতা বিরোধী কোনো কর্মকাণ্ড না ঘটে। তাদের কাজে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো হস্তক্ষেপ থাকবে না।
বাজার ব্যবস্থা ঠিক করতে স্বল্প নয়, দীর্ঘমেয়াদে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন উল্লেখ করে শেখ বশুর উদ্দিন বলেন, ধান সংগ্রহে সরকারি সংগ্রহ সীমিত করা দরকার। অভ্যন্তরীণ মজুদ যাতে ভালো থাকে। সেজন্য সরকারি সংগ্রহ আমদানি নির্ভর হওয়া উচিত। তাহলে স্থানীয় বাজারে সরবরাহ স্বাভাবিক হবে এবং দাম নিয়ন্ত্রণ করা যাবে।
দেশের সব খাতে অনিয়ম হয়েছে অভিযোগ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমার মনে হয় শেখ হাসিনার নামে একটা পিএইচডি ডিগ্রি দেওয়া দরকার। কারণ, বায়তুল মোকাররমের খতিবের যদি পালিয়ে যাওয়া লাগে, তাহলে বুঝতে হবে কী পরিমাণ ধ্বংস করা হয়েছে সবগুলো খাত।
তিনি বলেন, বিগত সময়ের নীতিমালাগুলো ধনী শ্রেণিকে সুবিধা দেওয়ার জন্য হয়েছে। ভোক্তা বা সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য নীতি গ্রহণ হয়নি। বিগত ১৫ বছর দেশে উল্লেখযোগ্য কোনো বিনিয়োগ হয়নি। বিনিয়োগ না হলে কর্মসংস্থান কীভাবে হবে? তাহলে কার কাছ থেকে কর আদায় করব?
শেখ বশিরউদ্দীন বলেন, ব্যাংকগুলোকে গত ১৫ বছরে ক্রিমিনাল ইনস্টিটিউট হিসেবে তৈরি করা হয়েছে। ইসলামী ব্যাংককে ধ্বংস করা হয়েছে। এই ব্যাংকে দুর্বৃত্তায়ন করা হয়েছে। এক ব্যাংকে এক পরিবার থেকে দু-তিনজন পরিচালক হয়েছেন।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) ধ্বংস করা হয়েছে ১৫ বছর ধরে। টিসিবির ভর্তুকি পণ্যের উপকারভোগীদের সংখ্যা ১ কোটি। শুনতে ভালোই লাগছে। কিন্তু যখন প্রাথমিকভাবে যাচাই করা হয়েছে, দেখা গেছে, ৪৩ লাখ কার্ডধারী ভুয়া। দেখা গেছে, অনেকের বিল্ডিং আছে। তারাও কার্ড নিয়েছে। এক ঘরে ২-৩ জন নিয়েছে। এখন মনে হয় এই ৪৩ লাখ কার্ড যাচাই করলে আরও ২০-২৫ লাখ ভুয়া পাওয়া যাবে।
তিনি বলেন, ব্যবসায়ীরা টিসিবির টেন্ডারে অংশ নেন না। আমি অনুরোধ করছি আপনারা অংশ নিন। টিসিবির ব্যবসায় যুক্ত হোন, সওয়াব কামান।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ণ জ য উপদ ষ ট ব ণ জ য উপদ ষ ট ব যবস
এছাড়াও পড়ুন:
দক্ষ স্বেচ্ছাসেবকরাই পারে দুর্যোগ প্রস্তুতি উন্নত করতে
উপকূলজুড়ে দুর্যোগ মোকাবিলায় বহুমুখী সংকট ও সীমাবদ্ধতার মধ্যে অন্যান্য বছরের মত এবারও পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫। ‘দুর্যোগের পুর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি-এই প্রতিপাদ্য সামনে রেখে আজ (১০ মার্চ) পালিত হচ্ছে দিবসটি।
দিবসের প্রতিপাদ্য নির্ধারণ থেকে শুরু করে নানান কর্মসূচি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বছর ঘুরে বার বার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস মনে করিয়ে দেয় দুর্যোগ প্রস্তুতির কথা, দুর্যোগ বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির কথা। এ দিবসের বিভিন্ন কর্মসূচি থেকে দুর্যোগ প্রস্তুতি জোরদার করার তাগিদ আসে। প্রতিবছর দুর্যোগ সচেতনতায় এমন আরো অনেক দিবস পালিত হলেও দুর্যোগে মানুষের ভয় কাটে না। সাইক্লোনের সিগন্যাল পেলে এখনো আতংক ছড়ায় উপকূলের মানুষের মনে।
২০০৭ সালের সাইক্লোন সিডর, ২০০৯ সালের সাইক্লোন আইলা, ২০২০ সালের আম্ফান উপকূলের মানুষদের মনে এখনো ভয় নিয়ে আসে। ১৯৭০ সালের প্রলয়ংকরী সাইক্লোন বাংলাদেশের উপকূলে আঘাত করেছিল প্রচন্ড শক্তি নিয়ে। এ সাইক্লোনটি পৃথিবীর ইতিহাসে এখন অবধি সবচেয়ে বড় প্রাণঘাতি বলে জানাচ্ছে বিশ্ব আবহাওয়া সংস্থা। ১৯৯১ সালের সাইক্লোন উপকূলে আঘাত করেছিল। এ ছাড়াই উপকূলের আঘাত করেছে আরো অনেক সাইক্লোন। এসব সাইক্লোনে বিপুল পরিমাণ জান ও মালের ক্ষতি হয়েছে। কিন্তু যথাযথ প্রস্তুতি থাকলে এই ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব ছিল।
২০১৬ সালের ৬ জানুয়ারি ১০ মার্চকে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস হিসেবে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে নির্ধারণ করা হয়। সেই হিসেবে ৯ বছর ধরে এ দিবসটি যথাযোগ্য আয়োজনের মাধ্যমে দেশব্যাপী উদযাপিত হচ্ছে। আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস থাকা সত্বেও জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের প্রয়োজনীয়তা দেখা দেয়, কেননা, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। দুর্যোগের আঘাতে আমাদের দেশে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতি হয়। শুধু উপকূল অঞ্চল নয়, গোটা দেশই এখন দুর্যোগের মুখোমুখি। ১৯৯৭ সাল থেকে বাংলাদেশে মার্চ মাসের শেষ বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়ে আসছিল।
মন্ত্রিসভায় দিবসটি পালনের অনুমোদন দেওয়া হয় ২০১২ সালের ৭ নভেম্বর। ২০১৫ সালে দুর্যোগ প্রস্তুতি দিবস ও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ছিল একই দিনে (অর্থাৎ ২৬ মার্চ)। এ কারণে ওই বছর ৩১ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস হিসেবে পালিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সম্মতিপত্রে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে মার্চের শেষ সপ্তাহের পরিবর্তে অন্য কোনো দিনে এটি উদযাপন করার বিষয়ে নির্দেশনা দেয়। এরই আলোকে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস হিসাবে নির্ধারিত হয়।
স্বেচ্ছাসেবকদের অ্যাডভান্স প্রশিক্ষণের একটি সেশন
প্রস্তুতিতে বহুমূখী সংকট
উপকূলসহ সারাদেশের দিকে তাকালে এখনো দুর্যোগ প্রস্তুতিতে নানান সংকট চোখে পড়ে। বেড়িবাঁধবিহীন এলাকায় এখনো জোয়ার এলে মানুষের আতংক বাড়ে। মানুষের বিপন্নতা কাটে না প্রান্তিক এলাকায়। গত কয়েক বছর ধরে উপকূল এলাকায় উচ্চ জোয়ারের চাপ প্রবলভাবে আঘাত করছে। বর্ষাকালের কয়েক মাস বহু মানুষকে অন্যত্র সরে যেতে হচ্ছে। ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে জোয়ারের চাপে। বর্ষাকালে উচ্চ জোয়ারের চাপে উপকূলের বিপুল এলাকা ঝুঁকির মধ্যে থাকে। কোন বছর বড় দুর্যোগের ঘটনা না ঘটলেও ছোট ছোট প্রাকৃতিক বিপদগুলো প্রতিবছর উপকূলের বিপুল সংখ্যক মানুষদের ক্ষতির মুখে ফেলে। বর্ষাকালে অনেক স্থানে নদীর ভাঙন দেখা দেয়। এতে বাড়িঘর হারায় বহু মানুষ। গোটা উপকূল জুড়ে লবনাক্ততার প্রভাব তীব্র আকার ধারণ করে। সুপেয় পানি থেকে শুরু করে কৃষি কাজ অবধি সবখানে লবনাক্ততার প্রভাব দিন দিন বাড়ছে। মানুষের বহুমুখী দুর্যোগের মুখোমুখি হচ্ছে। এসব ক্ষেত্রে বিশেষ কোন প্রস্তুতি চোখে পড়ে না।
সাইক্লোন, বন্যা এমনকি অতিরিক্ত তাপপ্রবাহের ক্ষেত্রেও সিগন্যালিংয়ে এখনো অনেক সমস্যা রয়েছে। যথাযথ সিগন্যালিং মানুষের জীবন ও সম্পদ বাঁচাতে পারে। জাতিসংঘের ফ্রেমওয়ার্কগুলো দুর্যোগে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনার তাগিদ দেয়। একই সাথে জাতিসংঘের ঘোষণা রয়েছে ‘আরলি ওয়ারনিং ফর অল’; যা সবার জন্য আগাম সতর্কতা নিশ্চিত করার তাগিদ দেয়। ২০২৭ সালের মধ্যে এই লক্ষ্য অর্জনের তাগিদ দিয়েছে জাতিসংঘ। দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশ বিশ্বের কাছে মডেল হলেও এখন অবধি সবার জন্য আগাম সতর্কতা নিশ্চিত করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা বহু বছর আগে থেকে সিগন্যালিংয়ে পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন। কেননা, বর্তমানে প্রচলিত সিগন্যালিং ব্যবস্থা সাধারণ মানুষের জন্য বোধগম্য নয়। ১৯৯১ সালের সাইক্লোনের পর থেকে বাংলাদেশের উপকূল জুড়ে সাইক্লোন শেলটারের সংখ্যা বাড়ানো হলেও এখনো রয়ে গেছে অনেক সমস্যা। অব্যবস্থাপনাজনিত কারণে সাইক্লোন শেলটারগুলো এখনো সব মানুষদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়। সাইক্লোনে শেলটারে যাওয়ার ক্ষেত্রেও মানুষের মাঝে সচেতনতার অভাব আছে।
পানি থেকে অসুস্থদের উদ্ধারের কৌশল শিখছেন স্বেচ্ছাসেবকরা
দরকার দক্ষ স্বেচ্ছাসেবক দল
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বৃদ্ধির সাথে সাথে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে দুর্যোগ মোকাবিলার উদ্যোগ গ্রহণের গুরুত্বও বেড়েছে অপরিসীম। এক্ষেত্রে স্বেচ্ছাসেবী কার্যক্রমের গুরুত্বও বেড়েছে অনেক। ১৯৭০ সালে বাংলাদেশের উপকূলের উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকরী সাইক্লোনের পর থেকে বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী কার্যক্রমের প্রসার ঘটে। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের স্বেচ্ছাসেবী কার্যক্রম ইতিমধ্যে বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে। শুধু তাই নয়, দুর্যোগ প্রস্তুতিতে নতুন ধ্যান ধারণা যুক্ত করা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম জোরদার করায় মৃত্যু ও ক্ষয়ক্ষতিও কমে এসেছে।
এবছর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মাত্র কয়েকদিন আগে বরগুনার তালতলীতে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছাসেবকদের এই অ্যাডভান্স প্রশিক্ষণ। যা দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের স্বেচ্ছাসেবী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। বরগুনা জেলার ৬টি উপজেলা থেকে নির্বাচিত ১০০ নারী-পুরুষ স্বেচ্ছাসেবক বাস্তবভিত্তিক এ প্রশিক্ষণ গ্রহন করেছেন। প্রশিক্ষণটি ভাবিষ্যতে যেকোনো দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে; যাতে তারা দুর্যোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে পারে এবং দক্ষ স্বেচ্ছাসেবক হিসেবে নিজেদের প্রস্তুত করতে পারে। অক্সফ্যাম বাংলাদেশের সহায়তায় এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী।
‘আঁধার, দুর্যোগ, শান্তিতে, স্বেচ্ছাসেবক সবার আগে’—এই স্লোগান সামনে রেখে বরগুনার তালতলীতে শুভসন্ধ্যা সমুদ্রসৈকতে তিনদিনব্যাপী অ্যাডভান্স সার্ভাইভাল স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দেশে দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের নিয়ে এ ধরণের প্রশিক্ষণ এটাই প্রথম। প্রশিক্ষণ থেকে স্বেচ্ছাসেবকরা দুর্যোগকালের কঠিন সময়ের জন্য শক্তিশালী হওয়ার কলাকৌশল শিখেছে; যা তাদের বিপন্ন মানুষদের সহায়তা করতে কাজে লাগবে।
বরগুনা জেলার পাঁচটি উপজেলা থেকে তালিকাভূক্ত স্বেচ্ছাসেবকদের মধ্য থেকে বিভিন্ন ধাপে বাছাইয়ের মধ্যদিয়ে এই প্রশিক্ষণের জন্য ১০০ অংশগ্রহণকারী নির্বাচন করা হয়। এদের মধ্যে ৫০ জন নারী এবং ৫০ জন পুরুষ। করোনা মহামারীর জরুরি সময় থেকে স্বেচ্ছাসেবকদের নিয়ে বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলা করছে জাগোনারী। প্রাথমিক পর্যায়ে এই প্রতিষ্ঠানের মাধ্যমে ৩০০’র বেশি স্বেচ্ছাসেবক বিভিন্ন সময়ে বেসিক দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ পেয়েছে। তাদের মধ্য থেকে নির্বাচিত ১০০ জন স্বেচ্ছাসেবক অ্যাডভান্স সার্ভাইভাল প্রশিক্ষণে অংশগ্রহনের সুযোগ পেয়েছে। প্রশিক্ষণে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত দক্ষ প্রশিক্ষকগণের সরাসরি তত্বাবধানে দুর্যোগ মোকাবিলার বাস্তবভিত্তিক কলাকৌশলগুলো শিখতে পেরেছেন স্বেচ্ছাসেবকেরা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডো, স্কাউট ও বিএনসিসির অভিজ্ঞ ট্রেনার, প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার ও মানবিক কার্যক্রম বিশেষজ্ঞগণ প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন।
হাতেকলমে প্রশিক্ষণ সেশনে স্বেচ্ছাসেবকরা
দক্ষতা ছড়িয়ে দিতে হবে
একজন প্রতিবন্ধী ব্যক্তি হয়েও ছোটবেলা থেকে স্বেচ্ছাসেবায় নিজেকে নিয়োজিত করেছেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সোহাগ আকন। বরগুনার তালতলীতে অনুষ্ঠিত অ্যাডভান্স স্বেচ্ছাসেবক প্রশিক্ষণে অংশ নিয়ে সোহাগ আকন বলেন, ‘ছোটবেলা থেকে স্বেচ্ছাসেবী কাজে আমার বিশেষ আগ্রহ। এর আগে অনেক প্রশিক্ষণ পেয়েছি। কিন্তু এবারের প্রশিক্ষণটি ছিল সম্পূর্ন ব্যতিক্রম। দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়াতে এই প্রশিক্ষণ আমাকে অনেক সাহায্য করবে। আমার মাধ্যমে প্রশিক্ষণের দক্ষতা অন্যদের মাঝে ছড়িয়ে যাবে।’
আরেকজন অংশগ্রহনকারী, বরগুনা সদর উপজেলার স্বেচ্ছাসেবক ইমা আকতার বলেন, ‘আগামীদিনে নিজের প্রস্তুত করতে এ প্রশিক্ষণ আমাকে সাহায্য করেছে। আমরা দলবেঁধে প্রশিক্ষণে হাতেকলমে দুর্যোগ ব্যবস্থাপনার নানান কৌশল শিখেছি। প্রশিক্ষণে অনেককিছুই ছিল, যা আমি আগে কখনো শিখিনি। এ প্রশিক্ষণের পর স্বেচ্ছাসেবক হিসাবে মানব সেবায় আমার ভূমিকা আরো জোরদার হবে বলে আশাকরি।’
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কমান্ডো রফিকুল ইসলাম বলেন, ‘আমরা ১০০জন স্বেচ্ছাসেবককে একসাথে প্রশিক্ষণ দিতে পেরেছি। দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল তারা হাতে কলমে শিখতে পেরেছে। বরগুনার মত একটি দুর্যোগপ্রবণ এলাকায় স্বেচ্ছাসেবকদের এ ধরণের প্রশিক্ষণ খুব দরকারি ছিল। শুধু বরগুনায় নয়, এ প্রশিক্ষণ সমগ্র উপকূল জুড়ে হওয়া দরকার। দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা জোরদার করতে পারলে দুর্যোগ ঝুঁকি কমে আসবে।’
বনের ভেতরে দুর্যোগ মহড়ায় অংশ নিয়েছেন স্বেচ্ছাসেবকরা
বাস্তবভিত্তিক প্রশিক্ষণে গুরুত্বারোপ
বরগুনায় তিনদিনব্যাপী প্রশিক্ষণের সেশনগুলোতে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়। অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা দুর্যোগ মোকাবিলায় তিনটি পর্যায়ে হাতেকলমে প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ পেয়েছেন। প্রশিক্ষণে উদ্ধার (Rescue), বেঁচে থাকা (Survival) এবং প্রাথমিক চিকিৎসা (First Aid) বিষয়ে বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করা হয়। উদ্ধার (Rescue) পর্যায়ে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সাথে উদ্ধারের দক্ষতা অর্জন করেন অংশগ্রহণকারীরা। তারা অপারেশন উদ্ধার বিষয়ে হাতেকলমে শিখতে পেরেছেন। দুর্যোগকালে নিজেদের বাঁচাতে ভেলা প্রস্তুত করার কৌশল শিখেছেন স্বেচ্ছাসেবকেরা। যা উদ্ধার এবং পানিতে বেঁচে থাকার জন্য অপরিহার্য। একই সাথে তারা শিখেছে দড়ির দক্ষতা; যা উদ্ধার ও জীবন রক্ষার জন্য প্রয়োজনীয়।
প্রশিক্ষণে টিকে থাকা (Survival) বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেছেন স্বেচ্ছাসেবকেরা। এই পর্যায়ে তারা তাঁবু ক্যাম্পিং এবং টিকে থাকার অভিজ্ঞতা অর্জন করেছেন। উন্নত নিরাপত্তার জন্য অংশগ্রহনকারীরা গাছের প্ল্যাটফর্ম এবং অস্থায়ী আশ্রয় তৈরি করার কৌশল শিখেছেন। তারা জরুরি অবস্থার জন্য কীভাবে নিজেদের ক্ষমতায়িত করতে হয়, তা আয়ত্ব করেছেন। তারা স্থিতিস্থাপকতা এবং সামাজিক দায়বদ্ধতার জন্য জীবন দক্ষতা কীভাবে বাড়ানোর কৌশল শিখেছেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের একটি অগ্রণী প্রকল্প, সেবা করার জন্য প্রস্তুত, স্বেচ্ছাসেবকেরা নিজেদের ঝুঁকি হ্রাস করা এবং টিকে থাকার দক্ষতা অর্জন করতে পেরেছেন।
প্রশিক্ষণে স্বেচ্ছাসেবকরা প্রাথমিক চিকিৎসা (First Aid) বিষয়ে হাতেকলমে জ্ঞান অর্জন করেছেন। তারা কোয়ান্টাম পদ্ধতি শিথিলকরণ এবং ধ্যানে মগ্ন হয়ে জীবনে ফিরতে পেরেছিলেন; যা নিজেদের প্রস্তুতি আরো জোরদার করতে সাহায্য করেছে। এর মাধ্যমে তারা প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ বিষয়ে ধারণা পাবে। জরুরি পরিস্থিতে সময়কে কাজে লাগানোর চর্চা করতে পেরেছেন তারা। চিকিৎসা সহায়তা আসার আগে যাতে কীভাবে মানুষকে বাঁচিয়ে রাখা যায়; সে কৌশল শিখতে পেরেছেন তারা।
ঢাকা/টিপু