প্রোটিয়াদের হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ভারত
Published: 2nd, February 2025 GMT
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেউমাস ওভালে রোববার ফাইনালে প্রোটিয়াদের ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করেছে নিকি প্রসাদের দল।
টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভারতের বোলিং তোপে একশর আগেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে তারা সব উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৮২ রান। প্রোটিয়া ব্যাটারদের মধ্যে মিকে ফন ভুর্স্ট সর্বোচ্চ ২৩ রান করেন। এছাড়া, জেম্মা বোথা ১৬, ফে কাউলিং ১৫ ও কারাবো মেসো ১৫ রান করেন। তবে বাকিরা ব্যর্থ হন, চারজন ব্যাটার রানের খাতা খুলতেই পারেননি।
ভারতের হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন ত্রিশা গংদি। এছাড়া, পারুনিকা সিসোদিয়া, আয়ুশী শুক্লা ও বৈষ্ণবী শর্মা ২টি করে উইকেট শিকার করেন। ১টি উইকেট পান শবনম শাকিল।
৮৩ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে জি কমলিনী (৮) ফিরে গেলেও ভারত কোনো চাপে পড়েনি। ত্রিশা গংদি ও সনিকা চালকের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে ভারত। ত্রিশা ৪৪ ও সনিকা ২৬ রানে অপরাজিত থাকেন। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ত্রিশা গংদি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
ইসরায়েলি পণ্য বয়কটের ডাক কুবি শিক্ষার্থীদের
লিফলেট হাতে নিয়ে দোকানে দোকানে ঘুরে ইসরায়েলি পণ্য বয়কটের বার্তা দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর থেকে ব্যতিক্রমী এ উদ্যোগ শুরু করেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
প্রথমদিনে তারা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এবং কোটবাড়ির বোর্ড মার্কেটের দোকানগুলোতে এ কার্যক্রম চালান। পুরো কুমিল্লা শহরে এ কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তারা।
আরো পড়ুন:
গাজায় গণহত্যার প্রতিবাদ: কুবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
নির্দিষ্ট অভিযোগ ছাড়াই কুবির সাবেক রেজিস্ট্রারকে শাস্তি দেওয়ার অভিযোগ
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বায়েজিদ হোসেন বলেন, “মানুষ হিসেবে আমাদের সবার উচিত ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। আমরা যেহেতু সরাসরি ফিলিস্তিন গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছি না, তাই চেষ্টা করছি আমাদের সাধ্যের মধ্যে যতটুকু পারি ইসরায়েলি পণ্য বয়কট করার।”
তিনি আরও বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা যেসব ব্যবসায়ী ভাইদের সঙ্গে কথা বলেছি, তারা সবাই ইতিবাচক সাড়া দিয়েছেন। তারা সবাই ইসরায়েলি পণ্য বয়কট করার প্রতিশ্রুতি দিয়েছে।”
আতিকুর রহমান রায়হান নামে আরেক শিক্ষার্থী বলেন, “ইসরায়েলের আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের ওপর যে গণহত্যা, শিশুহত্যা, নির্যাতন চালাচ্ছে, আমাদের উচিত ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কট করা। একজন মানুষ হিসেবে এবং একজন মুসলমান হিসেবে আমাদের ইমানি দায়িত্ব ইসরায়েলের পণ্য বয়কট করা।”
তিনি আরো বলেন, “আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এবং কোটবাড়ির বোর্ড মার্কেটের দোকানগুলোতে জনসচেতনতা বৃদ্ধির জন্য জনসংযোগ চালিয়েছি। আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।”
ঢাকা/এমদাদুল/মেহেদী