চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। পাঁচ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জেলার পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া এবং সদস্যসচিব করা হয়েছে বিএনপি নেতা লায়ন হেলাল উদ্দিনকে।

আজ রোববার বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এবং লায়ন হেলাল উদ্দিন জেলার আনোয়ারা উপজেলা বিএনপির সদস্যসচিব ছিলেন। বেশ কয়েকজন সিনিয়র নেতা এই দুটি পদের জন্য দৌঁড়ঝাপ করলেও শেষ পর্যন্ত এই দুইজনের ওপর আস্থা রাখলো দলের হাইকমান্ড।

পাঁচ সদস্যের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আলী আব্বাস এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বিএনপি নেতা লিয়াকত হোসেন ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে। 

এর আগেও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ছিল। বহুল আলোচিত সমালোচিত এস আলম গ্রুপের গাড়ি কেলেঙ্কারির ঘটনার পর গত ১ সেপ্টেম্বর আবু সুফিয়ানের নেতৃত্বধীন বিএনপির এই সাংগঠনিক জেলার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এই ঘটনার দীর্ঘ পাঁচ মাস পর নতুন করে এ কমিটি ঘোষণা করা হলো। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ র সদস য

এছাড়াও পড়ুন:

আর্জেন্টিনা থেকে এল ৫০ হাজার ২০০ টন গম

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২০০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ হাজার ১২০ টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

এর মধ্যেই চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ