কুষ্টিয়া পাউবো অফিসে গুলি চালাল সন্ত্রাসীরা
Published: 2nd, February 2025 GMT
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিসে গুলি চালিয়েছে মুখোশ পরিহিত সন্ত্রাসীরা। অফিসের সীমানা প্রাচীরের বাইরে থেকে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটে।
কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন ।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন’ এর কর্মী সম্মেলন চলছিল। আজ দুপুর ২টার দিকে মুখোশ পরিহিত সন্ত্রাসীরা সীমানা প্রাচীরের বাইরে থেকে অফিস প্রাঙ্গণের দিকে গুলি চালায়। সীমানা প্রাচীরের পেছনে গড়াই নদীর দিক থেকে সন্ত্রাসীরা এসে গুলিবর্ষণ করে সেদিক দিয়েই পালিয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।
আরো পড়ুন:
মসজিদের সিঁড়িতে ব্যবসায়ীকে গুলি
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে অন্তঃসত্ত্বা নারী আহত
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, “আমাদের অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনা ঘটেছে। এসময় আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।”
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, “আজ দুপুর ২টার দিকে মুখোশ পরিহিত সন্ত্রাসীরা পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে গুলি করে পালিয়ে যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমরা ধারণা করতে পারছি না। কি কারণে এই ঘটনা তাও জানি না। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।”
কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান বলেন, “দুপুরে দিকে গুলির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের কয়েকটি টিম কাজ করছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/কাঞ্চন/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ব্লক মার্কেটে লেনদেন ১৮ কোটি টাকার
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুনসপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৮ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৪১ লাখ ৭৫ হাজার ৬২০টি শেয়ার ৮১ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৩১ লাখ ৩৬ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বীচ হ্যাচারির ৭ কোটি ৯ লাখ টাকার , দ্বিতীয় স্থানে মিডল্যান্ড ব্যাংকের ৩ কোটি ৮৭ লাখ টাকার ও তৃতীয় স্থানে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস