চাকরিচ্যুত পুলিশ সদস্যদের কাছে দুই দিন সময় চাইল মন্ত্রণালয়
Published: 2nd, February 2025 GMT
আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের কাছে দুই দিন সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব সদস্যরা ‘চাকরিতে পুনর্বহাল দাবিতে’ আন্দোলনরত করছেন।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টায় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে হাইকোর্ট মাজার গেটে এ তথ্য জানান চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।
এ সময় তারা জানান, স্বরাষ্ট্র সচিব আমাদের কাছে দুই দিন সময় চেয়েছেন। আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছি। এরপরও যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আগামী রবিবার সচিবালয়ের সামনে কাফনের কাপড় নিয়ে বসে পড়ব।
এর আগে, চাকরিতে পুনর্বহাল দাবিতে সকাল থেকে হাইকোর্টের মাজার গেইটের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। দুপুর ২টায় তাদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদলকে আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ে নিয়ে যায়।
ঢাকা/রায়হান/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কোন নায়িকার পারিশ্রমিক কত
অপু বিশ্বাস
চিত্রনায়িকা অপু বিশ্বাসের হাতে এখন নতুন কোনো ছবি নেই। তবে তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন যে নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে তাঁর সঙ্গে পরিচালক ও প্রযোজকের কথাবার্তা চলছে। চূড়ান্ত কিছু হয়নি, তাই বলতে চাইছেন না। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবি দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় অপু বিশ্বাসের। ছোটবেলা থেকেই নাচ করতেন এই নায়িকা। নাচের অনুষ্ঠান করতে গিয়ে বগুড়া থেকে ঢাকায় আসতেন। একটা সময় নাটকে ছোট ছোট চরিত্রে কাজ করেন। এরপর চলচ্চিত্রে অভিনয় শুরু। ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গে প্রথম হিট ছবির দেখা পান তিনি। ‘কোটি টাকার কাবিন’ মুক্তির পর অপুকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১৯ বছরের অভিনয়জীবনে প্রায় শ খানেক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। এর মধ্যে ৮০টির মতো ছবিতে তাঁর নায়ক শাকিব খান। জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় ১৫ থেকে ২০ লাখের ঘরে সম্মানী হাঁকিয়েছেন। এখন তাঁর নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে। তবে তিনি বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের প্রচারণায় তুমুল ব্যস্ত। এই অঙ্গনে তাঁর চাহিদাও অনেক। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘ছায়াবৃক্ষ’। এই ছবিতে অপুর সম্মানী ছিল চার থেকে ছয় লাখ টাকার মধ্যে। এরপর তাঁর আর কোনো ছবিতে অভিনয়ের খবরে পাওয়া যায়নি।
তমা মির্জা