সিলেটের ওসমানীনগর উপজেলার উনিশ মাইল নামক স্থানে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। 

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সিলেটের সহকারী পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের গাড়িচালক সোহেল (৪০) , শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)। একজনের পরিচয় জানা যায়নি। 

আরো পড়ুন:

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২

বাগেরহাটে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ২ 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া বলেন, “হযরত শাহজালাল (রাহ.

) এর মাজার জিয়ারতের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে একটি পরিবারের সদস্যরা প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ ২৯-৬৮৩০) সিলেট যাচ্ছিলেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাকের (ঝিনাইদহ-ট ১১-০৮৫৭) সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।” 

তিনি আরো বলেন, “খবর পেয়ে ওসমানীনগর থানা, শেরপুর হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। পরে তাদের সিলেটের ওসমানী হাসপাতালে পাঠানো হয়।”

সিলেটের সহকারী পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান বলেন, “রবিবার সকালের দিকে দুর্ঘটনাটি ঘটে। দুইজন ঘটনাস্থলেই মারা যান। অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতরা হযরত শাহজালাল (রহ.) এর মাজারে যাচ্ছিলেন। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে।”

ঢাকা/নূর/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ওসম ন নগর

এছাড়াও পড়ুন:

জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর’র আত্মপ্রকাশ

রাজধানীর মিরপুরের বাসিন্দাদের মধ্যে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানের আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের নিয়ে ‘জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর’ আত্মপ্রকাশ করেছে। এ উপলক্ষে জুলাইয়ের শহীদ এবং আহতদের জন্য দোয়ার আয়োজন করা হয়। 

শুক্রবার মিরপুর ১ নম্বরে হযরত শাহ আলী (র.) মাজার কমপ্লেক্সে দোয়া এবং ইফতার মাহফিলে মিরপুরের শতাধিক ছাত্র ও পেশাজীবী অংশ নেন।

কবি ও সাংস্কৃতিক  সংগঠক মোহাম্মদ রোমেল বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটটা যেন জীবন্ত থাকে সে লক্ষ্যে আমরা মিরপুরের যারা এ আন্দোলনে অংশ নিয়েছিলাম তারা যেন কাজ করে যেতে পারি সেজন্য এই জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের যাত্রা। সামাজিক সেবামূলক ও সাংস্কৃতিক জায়গা থেকে কী কী করা যায় তা আমরা সবাই মিলে চিন্তা করে একে একে বাস্তবায়ন করব। জুলাইয়ের শহীদদের পরিবারগুলো কী অবস্থায় আছে, আহতরা এখন কীভাবে জীবন পার করছেন তা দেখার দায়িত্ব শুধু রাষ্ট্রের একার না। আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সবারই কিছু না কিছু অবদান রাখার প্রয়োজন রয়েছে।

হযরত শাহ আলী (র.) মাজারে প্রথম আয়োজন প্রসঙ্গে মোহাম্মদ রোমেল বলেন, মাজার এমন একটি জায়গা যেখানে সব শ্রেণি, পেশা, ধর্ম ও বর্ণের মানুষ আসেন। জুলাই গণঅভ্যুত্থানেও আমরা দেখেছি সব ধরনের মানুষ পথে নেমে এসে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিয়েছে। এ ক্ষেত্রে একটি মিল রয়েছে। এ জন্য আমরা ভেবেছি মিরপুরের স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী এবং সব পেশার মানুষজনকে নিয়ে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের আয়োজন করব, যাতে করে জুলাইয়ের স্পিরিট হারিয়ে না যায়।

অনুষ্ঠানে গবেষক সাদিক এম আলম, উন্নয়ন গবেষক মোহাম্মদ আযম, স্থানীয় রাজনৈতিক কর্মী মিলন হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন। দোয়া এবং ইফতার মাহফিল আয়োজনে কাজ করেন লেখক উদয় হাসান, সাংবাদিক শরীফ খিয়াম আহমেদ ও তৌফিক হাসান, মো. জামিলুর রহমান, অ্যাডভোকেট ফরিদ আহমেদ, নাহিদ বাদশাহ, হাফিজুর রহমান মনি, জুই চৌধুরী, সিলমী সাদিয়া প্রমুখ।

জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর’র আত্মপ্রকাশ অনুষ্ঠান। ছবি: শরীফ খিয়াম আহমেদ

সম্পর্কিত নিবন্ধ

  • ‌‘জুলাই কমিউনিটি এলায়েন্স মিরপুর’র আত্মপ্রকাশ
  • জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর’র আত্মপ্রকাশ