গায়ে বস্তা জড়িয়ে রাস্তায় আমির খান
Published: 2nd, February 2025 GMT
বলিউড সুপারস্টার আমির খান। নামটাই যেন সিনে-ব্যাকরণ শেখার জন্য যথেষ্ট। একাধারে তিনি যেমন পরিচালক, তেমনই ক্যামেরার খুঁটিনাটিও তার ভালোবাবেই জানা। তবে বছর খানেক ধরেই বক্স অফিসে আমির খানের বাজার মন্দা। একের পর এক ফ্লপের ধাক্কা। এরই মধ্যে নতুন লুকে নেটপাড়ায় তুমুল শোরগোল ফেলেছেন মিস্টার পারফেকশনিস্ট।
পুরনো ছেঁড়া বস্তা গায়ে জড়িয়ে মোটা ভ্রু এঁকে, উসকো-খুসকো চুলে একেবারে গুহামানব লুক এনেছেন আমির খান। মুম্বাইয়ের রাস্তায় এলোমেলো চুলের অদ্ভুত লোকটিকে চিনতে ব্যর্থ হয়েছিল। রহস্য উন্মোচিত হয় যখন পর্দার অন্তরালের একটি ছবি অনলাইনে ফাঁস হয়। ছবি প্রকাশের পর প্রথম দেখায় অনেকে ভেবেছিল এটা সম্ভবত ‘পিকে ২’র টিজার।
ভারতের গণমাধ্যমগুলো বলছে, একটি পানীয় কোম্পানির বিজ্ঞাপনের জন্যই আমির খান গুহামানব অবতার ধারণ করেছেন। এই প্রচার কৌশলও নাকি আমির খানেরই মাথা থেকে এসেছে।
বিজ্ঞাপনের প্রচারের স্বার্থেই যে তিনি এমন লুক ধারণ করেছেন তার বুঝতে আর বাকি রইল না পুরো ভিডিও প্রকাশ্যে আসার পর।
‘লাল সিং চাড্ডা’র পর আর কোনো সিনেমা মুক্তি পায়নি। আমির জানিয়েছেন, তার নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ মুক্তি পাবে চলতি বছরের বড়দিনে। এটি তার ‘তারে জমিন পার’-এর সিকুয়েল সিনেমা। এ ছাড়া আমির প্রযোজনাতে মন দিয়েছেন। তাঁর প্রযোজিত সিনেমায় দেখা যাবে সানি দেওলকে। ছবিটি চলতি বছরের আগস্ট মাসে মুক্তি পাবে। সূত্র: এবিপি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আম র খ ন
এছাড়াও পড়ুন:
সিনেমার আলোচনার ফাঁকে প্রযোজকের আপত্তিকর প্রস্তাব...
বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে আগে কথা বলেছেন অনেক অভিনয়শিল্পী। কেবল কি বলিউড, ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রিতেও প্রায়ই ‘কাস্টিং কাউচ’-এর কথা শোনা যায়। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী কীর্তি কুলহারি। বলিউড বাবলকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর সাফ জবাব, ‘কাস্টিং কাউচ নিয়ে ভয় নেই, ওটা তো আমাদের ইন্ডাস্ট্রিতে সাধারণ ঘটনা!’
কীর্তি নিজেও এ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। তখন পেশাজীবনের একেবারে শুরুর দিক। একটি দক্ষিণি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। ছবি নিয়ে প্রযোজকের সঙ্গে কথা বলছেন।
কীর্তি কুলহারি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে