ঢাকাই সিনেমার নন্দিত নায়ক বাপ্পারাজ। তার ঠোঁটে বিরহ ঘরানার গান আজও দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এসব গানে কষ্টের মাঝে এক ফালি হাসি দিয়ে হাজারো দর্শকের হৃদয় জয় করেছেন তিনি।
রুপালি পর্দায় বাপ্পারাজকে এখন আর দেখা যায় না। দীর্ঘ বিরতির পর ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ দিয়ে ফিরছেন এই নায়ক। রবিবার (২ ফেব্রুয়ারি) সিরিজটির একঝলক ফেসবুকে শেয়ার করে ভক্তদের খবরটি জানিয়েছেন বাপ্পারাজ নিজেই।
বাপ্পারাজের পোস্ট করা ‘ক্যারেক্টার টিজার’-এর শুরুতেই দেখা যায়, একটি দরজা খুলে যায়। ভেতর থেকে ভেসে আসে ‘প্রেমের সমাধি’ শিরোনামের গান। পাশে একটি চায়ের কাপ থেকে ধোঁয়া উড়ছে। তার পাশে রাখা পিস্তল।
আরো পড়ুন:
পরিচালকদের সম্মান জানাবেন আলমগীর
ছয় বছর পর অক্ষয়ের সেঞ্চুরি
জানা যায়, তার পরিচয় তিনি সায়েম জোব্বার। পেছন থেকে দেখা যায়, এই সায়েম একটি লেজার লাইট ধরে আছেন সামনের বোর্ডে। সেখানে পত্রিকার খবরগুলো সাঁটানো। পরে সেই পুলিশ কর্মকর্তার কণ্ঠে শোনা যায়, “এই হাফিজ, বন্ধ করো। অনেক তো বিরহ হলো। এবার একটু অ্যাকশন হয়ে যাক।” চমকে দিয়ে সেই জোব্বার চরিত্রে সামনে আসেন বাপ্পারাজ।
‘ক্যারেক্টার টিজার’-এ সংলাপ দেখে বোঝা যায়, ক্রাইম-থ্রিলার কোনো গল্প। যেখানে ঘটনাক্রমে একের পর এক খুন হয় চিকিৎসক। কেন এই রহস্যজনক খুন, তা উদঘাটন করবেন বাপ্পারাজ। এই নায়কের সংলাপে সেটা পরিষ্কার হয়। তাকে বলতে শোনা যায়, “শোন হাফিজ, সব ক্রাইমের একটা হোল থাকে। আমাদের কাজ সেই অপরাধের ফুটোটা বের করা। সবাই পায় না। সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফিজ।”
ওয়েব সিরিজটির কাজ এখনো চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাপ্পারাজ। বেশ কিছু অংশের শুটিংয়েও অংশ নিয়েছেন। তিনি বলেন, “এখনো কাজ শেষ হয়নি। কাজ চলছে। আরো কিছু কাজ গুছিয়ে নিই, তখন বিস্তারিত জানাব।”
তরুণ নির্মাতা মোস্তফা খান সিহান ‘রক্তঋণ’ শিরোনামের ওয়েব সিরিজটি নির্মাণ করছেন। তিনি বলেন, “বিভিন্ন সময় দেখেছি বাপ্পারাজ ভাইয়ের সংলাপ, গল্প নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছে। কখনো কখনো ট্রলও হয়েছে। বলা হয়েছে, ব্যর্থ প্রেমের নায়ক। বিরহের সিনেমার জন্য তিনি জনপ্রিয় ছিলেন। তার সেই ভাবমূর্তিকে পাশ কাটিয়ে একদমই থ্রিলার রহস্য গল্পে নিয়ে আসছি। দর্শকদের আমরা রিপ্লাই দিতে চাই বাপ্পারাজের নতুন চরিত্র দিয়ে।”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
রানার অটোর পরিচালকের ৩৪ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক ৩৪ লাখ ৬ হাজার ২০০টি শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, রানার অটোমোবাইলস পিএলসির উদ্যোক্তা পরিচালক মো. মোজাম্মেল হোসাইন ৩৪ লাখ ৬ হাজার ২০০টি শেয়ার হস্তান্তর করার আগ্রহ প্রকাশ করেছেন। কোম্পানিটির এ উদ্যোক্তা পরিচালকের কোম্পানিটির এই পরিচালক তার ছেলে মাহমুদ আল নাহিয়ানকে ২২ লাখ ৭০ হাজার ৮০০টি ও মেয়ে নওশিন ইশরাত প্রমিকে ১১ লাখ ৩৫ হাজার ৪০০টি শেয়ার প্রদান করবেন।
আরো পড়ুন:
‘বি’ ক্যাটাগরিতে উন্নিত কে এন্ড কিউ
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের উদ্যোক্তাদের শেয়ার ক্রয়-বিক্রয়
আগামী ৩০ এপ্রিলের মধ্যে উল্লিখিত পরিমাণ শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা সম্পন্ন হবে।
উল্লেখ্য, মাহমুদ আল নাহিয়ান ও নওশিন ইশরাত প্রমি কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডার।
ঢাকা/এনটি/মাসুদ