পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, আহত ২
Published: 2nd, February 2025 GMT
বান্দরবানের রুমা সড়কে মুরংগো বাজার সংলগ্ন এলাকায় পণ্যবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় পাইচি ম্রো (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে বলে জানান রোয়াংছড়ি থানার ওসি মুহাম্মদ আবুল কালাম আজাদ।
মারা যাওয়া পাইচি ম্রো রুমা সড়কের ডলিয়ান পাড়ার বাসিন্দা।
আরো পড়ুন:
বাগেরহাটে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ২
খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
স্থানীয়রা জানান, পণ্যবাহী একটি পিকাআপ ভ্যান রুমার দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের তিন আরোহী ডলিয়ান পাড়ায় যাচ্ছিলেন। মুরংগো বাজার সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যানটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটিতে থাকা তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.
রোয়াংছড়ি থানার ওসি মুহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, “মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন।”
ঢাকা/চাইমং/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন আহত ব ন দরব ন প কআপ
এছাড়াও পড়ুন:
ভাগ্য ফেরাতে কিনছেন ‘ব্যাংকের মাটি’
ভাগ্য ফেরাতে মানুষ কত কিছুই না করে। যদিও সফলতা পেতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। তবু কেউ কেউ খোঁজেন সহজ কোনো পথ। দ্বিতীয় শ্রেণির এই মানুষদের কথা ভেবে চীনে ব্যবসা ফেঁদে বসেছেন কিছু সুযোগসন্ধানী। দেশটির বড় ব্যাংকগুলোর বাইরে থেকে মাটি সংগ্রহ করে অনলাইনে বিক্রি করছেন তাঁরা। এই মাটি নাকি ফেরাতে পারে ভাগ্য, এনে দিতে পারে সম্পদ—এমন বিজ্ঞাপন দেওয়া হচ্ছে।
‘সৌভাগ্যের’ এই মাটিরও রয়েছে ভিন্ন ভিন্ন দাম। যেমন একজন অনলাইন বিক্রেতা চীনের পাঁচটি বড় ব্যাংক—ব্যাংক অব চায়না, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না, অ্যাগ্রিকালচার ব্যাংক অব চায়না, চায়না কনস্ট্রাকশন ব্যাংক ও ব্যাংক অব কমিউনিকেশনসের আশপাশের মাটি বিক্রি করেন। সবচেয়ে কমে ৩ ডলারে পাওয়া যায় এই মাটি, সর্বোচ্চ বিক্রি হয় ১২০ ডলারে।
একজন বিক্রেতা বলেন, বড় পাঁচটি ব্যাংকের বাইরে থেকে তাঁরা নিজেরা মাটি সংগ্রহ করেন। সাধারণত এ কাজ করা হয় রাতে। ওই বিক্রেতা বলেন, বিশ্বাস করা হয়, এই মাটি সম্পদ বাড়িয়ে দেয় এবং অশুভ শক্তিকে দূরে রাখে। তবে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় বলেও স্বীকার করেন তিনি।
মাটি যে ‘খাঁটি’, তা প্রমাণের জন্য অনেক অনলাইন বিক্রেতা মাটি খোঁড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এমনই এক ভিডিওতে একটি ব্যাংকের প্রবেশমুখে মাটির কনটেইনার হাতে একজনকে দেখা যায়। আরেক ভিডিওতে একজন বিক্রেতাকে গ্রাহকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আমি আপনার জন্য মাটি খুঁড়ছি।’
এই মাটির একজন ক্রেতার সঙ্গেও কথা হয়েছে দেশটির একটি গণমাধ্যমের। পরিচয় প্রকাশ না করে ওই ব্যক্তি বলেন, তাঁর ব্যবসা রয়েছে। আশা করছেন এই মাটির মাধ্যমে ব্যবসার আরও আয়–উন্নতি হবে। তাঁর অনেক বন্ধুবান্ধবও ব্যাংকের মাটি কিনেছেন।
মাটি কিনে ভাগ্য বদলের বিষয়টি নিয়ে হাসিঠাট্টা করতেও ছাড়ছেন না অনেকে। যেমন সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘আমার বাড়ি তো ব্যাংকের পাশেই। তাহলে আমার ভাগ্যটা বদলাচ্ছে না কেন?’