Samakal:
2025-02-06@06:45:06 GMT

ছাত্রলীগের ১০ কর্মী গ্রেপ্তার

Published: 2nd, February 2025 GMT

ছাত্রলীগের ১০ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে অভিযান চালিয়ে ১০ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।  শনিবার রাতে মিছিলের প্রস্তুতির সময় নগরের সদরঘাট থানার অভয়মিত্র ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

আজ রোববার তাদের গ্রেপ্তারের বিষয়টি জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

পুলিশ বলছে, গ্রেপ্তার ১০ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী।

গ্রেপ্তাররা হলেন-সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২), তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদ (২৫)।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাব্বির হোসেন চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ ছাত্রমঞ্চের সক্রিয় নেতা। তার নেতৃত্ব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা মিছিলসহ সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতি নিয়েছিল। তাদের সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আমি বোধহয় অদৃশ্য গণ্ডি ভাঙতে পেরেছি: ইধিকা

দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমাটি মুক্তির পর দুই বাংলায় খ্যাতি কুড়ান এই অভিনেত্রী।

শাকিবের সঙ্গে জুটি বেঁধে প্রশংসিত হওয়ার পরই ইধিকাকে দেবের নায়ক করেন কলকাতার নির্মাতা সুজিত দত্ত। গত বছরের ২০ ডিসেম্বর মুক্তি পায় ইধিকা অভিনীত ‘খাদান’ সিনেমা। এতে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়ান ইধিকা। বক্স অফিসেও সাড়া ফেলে এটি। আপাতত, ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী।

ইধিকার ক্যারিয়ার এখন ঝলমলে হলেও তার এই যাত্রা মসৃণ ছিল না। সেই অতীত মনে করে ভারতীয় গণমাধ্যমে ইধিকা পাল বলেন, “আমাদের মতো মধ্যবিত্ত পরিবার থেকে খুব বড় স্বপ্ন দেখতে সবাই ভয় পায়। তারা ভাবতে থাকে চারপাশের যে অদৃশ্য এক গণ্ডি রয়েছে, তার থেকে বেশি স্বপ্ন দেখা নিছক বাড়াবাড়ি।”

আরো পড়ুন:

টলিউডে ফের অচলাবস্থা!

টি-বয় থেকে ২৮০ কোটি টাকা পারিশ্রমিক নেওয়া অভিনেতা যশ

ইধিকা এখন বিশ্বাস করেন, অদৃশ্য গণ্ডি ভাঙতে পেরেছেন। তার ভাষায়, “এখন মনে হয়, সেই সীমারেখাটা বোধহয় আমি ভাঙতে পেরেছি। স্বপ্ন দেখা মানুষগুলো যেন আগামী দিনে আমাকে উদাহরণ হিসেবে রাখতে পারেন। গর্বের সঙ্গে বলতে পারেন, ‘ইধিকা তো পেরেছে, আমি কেন পারব না!” 

ইধিকার হাতে বর্তমানে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে অন্যতম ‘বরবাদ’। এতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব-ইধিকা। এটি পরিচালনা করছেন বাংলাদেশের মেহেদী হাসান হৃদয়। গত অক্টোবরে সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে মুম্বাইয়ে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ