মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগের ৫৮ সদস্যের আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে সাত সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। শনিবার রাতে নতুন কমিটি অনুমোদন দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

নতুন কমিটিতে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহম্মেদকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি মো.

আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, যুবদলের সাবেক নেতা আব্দুল বাতেন শামীম, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলনকে নতুন কমিটির সদস্য করা হয়েছে।

এর আগে ২০২১ সালের ২৫ আগস্ট সাবেক এমপি মো.  আব্দুল হাইকে আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনকে সদস্য সচিব করে ৫৮ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাই দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে থাকায় পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ র স উপজ ল সদস য

এছাড়াও পড়ুন:

আর্জেন্টিনা থেকে এল ৫০ হাজার ২০০ টন গম

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২০০ টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩০ হাজার ১২০ টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

এর মধ্যেই চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ