বিংশ শতাব্দীর শেষ দিকে থেকে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের তুমুল আগ্রহের জায়গায় স্থান পায় ইউরোপিয়ান ক্লাব ফুটবল। সেই সময়ের সেরা ‘সিরি-আ’ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ তো ছিল তাদের নখদর্পণে। লা-লিগা, বুন্দেসলিগা এমনকি ডাচ এরিডিভিজিরও খোঁজ রাখত তারা। কালের পরিক্রমায় ইন্টারনেট হাতের তালুতে চলে এসেছে। এখন তো তরুণ সমাজের আড্ডাতেই ঢুকতে পারেন না ইউরোপিয়ান ফুটবল সম্পর্কে অজ্ঞ কেউ। তারপরও এতোকাল কেউ ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ লিগ ইংলিশ চ্যাম্পিয়নশিপের খোঁজ রাখেনি খুব একটা। কিন্তু গত এক সপ্তাহ ধরে এই লিগে খেলা শেফিল্ড ইউনাইটেড বাংলাদেশের মানুষের আলোচনার কেন্দ্রে। ক্লাবটিতে যে খেলেন হামজা চৌধুরী!

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার আগামী মার্চে বাংলাদেশে জাতীয় দলের হয়ে অভিষেক হওয়াটা চূড়ান্তই বলা যায়। দিন কয়েক আগেই প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে যোগ দিয়েছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। শনিবার (১ ফেব্রুয়ারি, ২০২৫) হামজার শেফিল্ড অভিষেকটা হলো- ‘এলাম, দেখলাম, জয় করলাম’ এর মতই। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচটিতে ডার্বি কাউন্টিকে ১–০ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড। নজর কাড়া পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারটা জুটিয়ে ফেলেছেন হামজা। 

এই মৌসুমে লেস্টারে বেশিরভাগ সময়ই হামজাকে বেঞ্চে থাকতে হয়েছে। বদলি হিসেবে কিছু ম্যাচে সুযোগ পেলেও ধুঁকতে থাকা লেস্টার সন্তষ্ট ছিল না। তবে শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডার শুরু থেকেই হামজার উপর আস্থা রেখলেন। গোটা ৯০ মিনিট রক্ষণভাগের দায়িত্ব পালন করে এবং সতীর্থদের জন্য বলের যোগান দিয়ে হামজা তার প্রতিদান দিয়েছেন।

আরো পড়ুন:

বাটলারের আগ্রহ নেই বিদ্রোহীদের নিয়ে 

সান্তোসে আবেগী প্রত্যাবর্তন নেইমারের

গোল না পেলেও পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার হামজাই ছিলেন। গোটা ম্যাচে ৬১ বার বল স্পর্শ করেছেন। ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও ড্রিবলিংয়ে ছিলেন শতভাগ সফল। প্রতিপক্ষের কাছ থেকে ৩ বার বল কেড়ে নিয়েছেন এবং ২ বার সরাসরি ইন্টারসেপশন করেছেন। ডার্বি কাউন্টির কোনো খেলোয়াড়ই হামজাকে ট্যাকল বা ড্রিবল করতে পারেনি।

ম্যাচ শেষে হামজাকে প্রশংসায় ভাসিয়ে শেফিল্ড ইউনাইটেডের কোচ ওয়াইল্ডার বলেন, “হামজা ওর মতোই খেলেছে। আমি ভেবেছিলাম ৭০ মিনিটের পরেই তুলে নিব। তবে ও এতটা ভালো খেলছিল যে আমাকে সেই সিদ্ধান্ত আর নিতে হয়নি।”

শেফিল্ডের পরবর্তী ম্যাচ ফেব্রুয়ারির ৮ তারিখে পোর্টসমাউথের বিপক্ষে। 

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

এক্স-ফাইভ বি প্লাস

সময়োপযোগী বহুরূপী ফিচার আর পারফরম্যান্স চাহিদা পূরণে সাশ্রয়ী ফোন উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার। নতুন এক্স৫বি প্লাস মডেলের হ্যান্ডসেটে বিশেষ কিছু সুবিধার কথা বলেছে নির্মাতারা।
ব্যাটারি ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার। টানা চার বছর ব্যবহার করার পরও ৮৫ শতাংশ ব্যাটারি সক্রিয় থাকে। ব্যাটারিতে থাকা সুপারপাওয়ার সেভিং মোডের কারণে ফোনে ১০ শতাংশ চার্জ থাকলেও সচল থাকে ১৯ ঘণ্টা।
অনেকে দীর্ঘক্ষণ স্মার্টফোন চালানো নিয়ে নানা ধরনের জটিলতায় ভোগেন। যার মধ্যে চোখের সমস্যা অন্যতম। যার সমাধান দেবে ই-বুক মোড, আই প্রটেকশন মোড, ডিসি ডিমিং ও ডায়নামিক ডিমিং ডিসপ্লের মতো ফিচার। প্রাকৃতিক আলোর সঙ্গে স্মার্টফোনের আলোর সমন্বয় করে কম আলোতে ঝক্কি ছাড়া ফোন চালানোর অভিজ্ঞতা দেবে। ডিসপ্লের আকৃতি ৬.৫৬ ইঞ্চি। ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫৩০ নিটস। অন্যদিকে, সানলাইট মোডের কারণে সূর্যের প্রবল আলোর নিচেও স্বচ্ছ স্ক্রিনের অভিজ্ঞতা মিলবে।

ক্যামেরা ও স্টোরেজ
প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের এআই আলট্রা-ক্লিয়ার। মেইন ক্যামেরা রয়েছে। নিখুঁত ও ঝকঝকে ছবি তোলার প্রয়োজন পূরণে কাজ করবে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
বাড়তি স্টোরেজ সুবিধায় রয়েছে ১২৮ জিবি রম। আগ্রহীরা ৬০ হাজার ছবি, ২৪ হাজার গান বা ২০০ মুভি অনায়াসে স্টোর করে রাখার সুযোগ পাবেন। গতির প্রশ্নে পারফরম্যান্স নিশ্চিত করবে ৪ জিবি র‌্যাম। চাহিদার প্রয়োজনে ব্র্যান্ডের টার্বো প্রযুক্তি ব্যবহার করে ফ্ল্যাশ মেমোরি থেকে বর্ধিত ৪ জিবি র‌্যাম বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে।
নির্মাতারা জানান, ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা আর

১২৮ জিবি স্টোরেজের স্মার্টফোনের দাম
১০ থেকে ১২ হাজার টাকার ভেতরে। বাজেটবান্ধব ফোন হিসেবে সময়ের প্রায় সব চাহিদা পূরণে মডেলটি ইতোমধ্যে তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।
মডেলে রঙের বৈচিত্র্যে রয়েছে ওশেন ব্লু, মিডনাইট ব্ল্যাক ও স্ট্যারি পার্পল। তরুণরা যেমন সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় সব ফিচার ব্যবহার করতে চায়, তেমনি একটু বয়স হয়েছে এমন মানুষও জটিল হ্যান্ডসেট হাতে নিতে চান না। সবার কথা বিবেচনা করে ব্র্যান্ডটি এ মডেলের উন্নয়ন করেছে বলে জানানো হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘মায়ের সঙ্গে লুকিয়ে পাসপোর্ট বানাই, বাংলাদেশে খেলবো বলে’
  • ‘যেখানে মানসিক শান্তি পাব না, সেখানে দেশের জন্য কীভাবে পারফর্ম করব’
  • যেখানে মানসিক শান্তি পাব না, সেখানে দেশের জন্য কীভাবে পারফর্ম করব: সুমাইয়া
  • ‘পাকিস্তানে বিপিএলের উন্মাদনা তুঙ্গে’
  • এবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন যারা
  • গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন যারা
  • অনুষ্ঠিত হলো জিপিএইচের মহারাজ দরবার
  • এক্স-ফাইভ বি প্লাস
  • বিপিএলে প্লে-অফের আগে ব্যাটে-বলে সেরা যারা
  • শেফিল্ডে অভিষেকেই ম্যাচসেরা বাংলাদেশের হামজা