‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বাবার প্রতিনিধিত্ব করবেন জাইমা
Published: 2nd, February 2025 GMT
মার্কিন কংগ্রেস আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার মেয়ে জাইমা রহমান।
গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেস আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়।
আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটনে অনুষ্ঠেয় তিন সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তারেক সাহেব যেতে পারছেন না, তার প্রতিনিধিত্ব করবেন উনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। উনি লন্ডন থেকে ওয়াশিংটন যাবেন।’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা হবেন বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান লন্ডন থেকে সেখানে যোগ দিবেন।
‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ত র ক রহম ন সদস য ব এনপ
এছাড়াও পড়ুন:
পরিচালকদের সম্মান জানাবেন আলমগীর
ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি আলমগীর। অভিনয় ক্যারিয়ারে তার প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে দশটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ করেও প্রশংসিত হয়েছেন। চিরসবুজ এই তারকা প্রথমবারের মতো একটি পডকাস্ট শো-তে অতিথি হিসেবে আসছেন।
‘আমি আলমগীর’ শিরোনামের এই পডকাস্টে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে নানা কথা বলবেন এই চিত্রনায়ক। তবে প্রথমেই তার সিনেমার পরিচালকদের নিয়ে স্মৃতিচারণ করবেন বলেও জানিয়েছেন তিনি।
আলমগীর বলেন, “আমি আপনাদের আলমগীর হতে পেরেছি, আমার সিনেমার পরিচালকদের জন্য। তাদের বলা হয় ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। তাই প্রথমে ক্যাপ্টেনদের সম্মান জানাতে চাই।”
আরো পড়ুন:
ছয় বছর পর অক্ষয়ের সেঞ্চুরি
‘ঝলমলে রানি’ অপু বিশ্বাস
রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টায় ‘Eyes On’ ফেসবুক পেজ ও ‘Eyes On Studio’-এর ইউটিউব চ্যানেলে শোটির টিজার মুক্তি পাবে বলে জানা গেছে। ৯ ফেব্রুয়ারি রাত ৮টায় প্রচার হবে অনুষ্ঠানটি।
ঢাকা/রাহাত/শান্ত