গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ গাজী (১৬) নামে ট্রলিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. রোমান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত ট্রলিচালক আব্দুল্লাহ গাজী সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের বুলবুল গাজীর ছেলে। 

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো.

রোমান মোল্যা জানান, একটি ট্রলিতে ইট বোঝাই করে চন্দ্রদিঘলীয়া যাচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন ৬ জন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ গাজীকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরো জানান, অবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার বিচিত্র কুমার বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল্লাহ গাজী মারা যান। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা/বাদল/ইমন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ প লগঞ জ

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি

রেলওয়ের নতুন সূচি অনুযায়ী আজ সোমবার (১০ মার্চ) থেকে সিলেট-ঢাকা-সিলেট রুটে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতি শুরু করেছে।

সকাল সাড়ে ১১টায় ট্রেনটি ঢাকা যাওয়ার পথে, সন্ধ্যা পৌনে ৬টায় সিলেট যাওয়ার সময় ট্রেনের চালক, পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়ায় নামা যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ট্রেনটি যাত্রাবিরতি দিলেও ব্রাহ্মণবাড়িয়ার জন্য কোনো টিকিট বরাদ্দ রাখা হয়নি।

ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতি করতো না। নতুন সূচি অনুযায়ী এখন থেকে যাত্রাবিরতি করবে।

আরো পড়ুন:

ট্রেনের ইঞ্জিনে আগুন 
এক ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সচল

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নিহত নারীর পরিচয় মিলেছে 

সিলেট যাওয়ার পথে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতিকালে জেলা নাগরিক ফোরামের নেতারা ফুল নিয়ে বিকেল ৪টা থেকে অপেক্ষা করতে থাকেন। ট্রেনটি এলে তারা দুই দলে ভাগ হয়ে চালক ও পরিচালককে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় ট্রেন থেকে নামা সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ অন্যান্য যাত্রীদেরও বরণ করে নেওয়া হয়। 

উপস্থিত লোকজন করতালির মাধ্যমে ট্রেনটিকে স্বাগত জানান ও বিদায় দেন। যাত্রীরা এই যাত্রাবিরতিতে তাদের উচ্ছাসের কথা প্রকাশ করেন। এ সময় নাগরিক ফোরামের সভাপতি পিযূষ কান্তি আচার্য্য, সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, কমরেড নজরুল ইসলাম, খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, তরীর আহ্বায়ক শামীম আহমেদ, আবৃত্তি শিল্পী ও সাংবাদিক মো. হাবিবুর রহমান পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/রুবেল/বকুল

সম্পর্কিত নিবন্ধ