Risingbd:
2025-04-12@03:11:52 GMT

তাহসানের সঙ্গী নাদিয়া

Published: 2nd, February 2025 GMT

তাহসানের সঙ্গী নাদিয়া

জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খানের সঙ্গী হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। একসঙ্গে একটি পোশাকের ব্র্যান্ডের শো-রুম উদ্বোধন করেন তারা।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা সিটিতে মাইক্লো বাংলাদেশের ১৩তম শোরুম উদ্বোধন করেন তাহসান-নাদিয়া। তাহসান খান বলেন, “মাইক্লো বাংলাদেশ’ এত সুন্দর মানসম্মত তৈরি পোশাক নিয়ে আসছে, তা দেখে আমার অবাক লাগছে। লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাইক্লো’ তারা তাদের স্টাইল এবং মানের প্রতি প্রতিশ্রুতির প্রমাণ রেখে যাচ্ছে। ভবিষ্যতেও তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।”

উচ্ছ্বসিত নাদিয়া বলেন, “মাইক্লো’ বাংলাদেশ’ পোশাকের গুণগত মান খুবই ভালো। এ কারণেই অল্প সময়েই সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। লাইফস্টাইল ব্র্যান্ড মাইক্লোর এই নতুন যাত্রায় অংশ হতে পেরে খুবই আনন্দিত।”

আরো পড়ুন:

রোদে চমকিত আইয়ুব বাচ্চুর রুপালি গিটার

মাগুরায় ঐতিহ্যবাহী কবিগানের আসর

মাইক্লো বাংলাদেশের অপারেশন উপদেষ্টা কাজী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “মাইক্লো বাংলাদেশ মানসম্মত, টেকসই ও সাশ্রয়ী মূল্যের পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ১৩তম শোরুম চালু করে মাইক্লো আরো একটা নতুন অধ্যায়ের সূচনা করল। আমরা বাংলাদেশের জনগণকে আরামদায়ক, পরিবেশ-বান্ধব পোশাক সরবরাহের যাত্রা চালিয়ে যেতে পেরে আনন্দিত।”

উদ্বোধন উপলক্ষে বসুন্ধরা সিটি লেভেল ফাইভে ক্রেতাদের জন্য সপ্তাহব্যাপী আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি রয়েছে সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়। ৮ ফেব্রুয়ারি ও ১৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ এবং চট্টগ্রামে নতুন শোরুম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে তাদের।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক

এছাড়াও পড়ুন:

‘ডিপ্রেশন প্যাটার্ন’ থেকে কেন বের হতে পারছেন না?

ডিপ্রেশনে ভোগার ফলে অনেকে অ্যান্টি ডিপ্রেসিভ মেডিসিন গ্রহণ করা শুরু করেন। কিন্তু ডিপ্রেশন বা হতাশার মূল কারণ না জেনে ওষুধ সেবনের ফলে আরও অনেক জটিলতায় ভুগতে পারেন। 

ডা. মেসবাহ উদ্দীন একটি পডকাস্টে বলেন, ‘‘অসংখ্য মানুষের ডিপ্রেশনের যে প্যাটার্ন সেটি থেকে বের হয়ে না আসার অন্যতম কারণ হলো, তারা তাদের ডিপ্রেশনের অথবা অ্যাংজাইটির মূল কারণকে চিহ্নিত করে না। দেখুন আপনি যদি আপনার জীবনসঙ্গীর সঙ্গে দীর্ঘদিন কনফ্লিক্টের মধ্যে দিয়ে যেয়ে থাকেন, হতে পারে লাইফে নার্সিস্টিক পারসোনালিটি ডিস-অর্ডারের সঙ্গী পেয়েছেন। যে প্রতিনিয়ত আপনাকে কন্ট্রোল করার, দমন করার, অ্যাবিউস করার চেষ্টা করে বা করে যাচ্ছে। ফলে তার সঙ্গে কনফ্লিক্টেড লাইফের মধ্যে দিয়ে যাচ্ছেন। এর ফলে আপনি বার বার মানসিক চাপের স্বীকার হচ্ছেন। অর্থাৎ এই কলফ্লিক্টের কারণে আপনি দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর সেই মানসিক চাপের কারণে আপনি অ্যাংজাইটি কিংবা ডিপ্রেশনে ভুগছেন। ’’

ডা. মেসবাহ আরও বলেন, ‘‘ধরুন প্রোফেশনাল লাইফে কনফ্লিক্টেড বসের সঙ্গে আপনার কনফ্লিক্ট চলছে কিংবা আপনার পার্টনারের সাথে কনফ্লিক্ট চলছে সেটা আপনার মানসিক চাপের কারণ হচ্ছে। এই স্ট্রেসের কারণে হয়তো আপনি ডিপ্রেশনে ভুগছেন। কিংবা আপনি অতীতের কোনো ঘটনা আজও ভুলতে পারছেন না। অতীতের কোনো পেইনফুল মেমোরি যেটা আপনার সাথে হয়েছে, অতীতের কোনো অ্যাবিউস, কোনো বুলিং, কোনো ইভেন্ট এমন হয়েছে যা আপনার মাইন্ডে ভিডিও রূপে, কথার আলোকে কিংবা কোনো ইমেজের আলোকে আপনার সাব-কনসাস মাইন্ডে আজও পড়ে আছে। যেটি প্রতিনিয়ত আপনাকে ট্রিগার করছে, কোনো  না কোনো ভাবে আপনি সেটিকে ভুলতে পারছেন না সেই কারণে আপনি বার বার দুশ্চিন্তা করছেন, আপনি স্ট্রেসফুল হয়ে যাচ্ছেন। সেই স্ট্রেস আপনার ডিপ্রেশনের হয়তো কোনো কারণ হয়ে যাচ্ছে।’’

‘‘আপনি দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন, হতে পারে ইনফেকশন, ইনফ্লামেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন যার ফলে যে হরমোনটি আপনার মেন্টাল স্টেজকে ঠিক রাখে সেটির উৎপাদন ব্যহত হচ্ছে। যার ফলে আপনি হয়তো হতাশায় ভুগছেন।’’—যোগ করেন ডা. মেজবাহ

উল্লেখ্য, দীর্ঘদিন ডিপ্রেশন প্যাটার্নে ভুগলে আপনার উচিত একজন মনোবিদের পরামর্শ গ্রহণ করা। কেননা ডিপ্রেশনের প্যাটার্ন বের করে সেটা মোকাবিলা করার জন্য লাইফ স্টাইল সেট করে নেওয়া জরুরি।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ