স্ত্রীসহ কাস্টমস কমিশনার বেলালের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Published: 2nd, February 2025 GMT
বেনাপোল কাস্টম হাউজের সাবেক কমিশনার এবং শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী এবং তার স্ত্রী ফেরদৌস সুমির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদকের পক্ষে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন কমিশনের উপপরিচালক সালাহউদ্দিন।
আবেদনে বলা হয়, বেলাল হোসাইন চৌধুরীর দাখিল করা সম্পদ বিবরণী যাচাইসহ ঘুষ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত অভিযোগসহ বিভিন্ন গোপনীয় উৎসের মাধ্যমে জানা যায়, তিনি ও তার পরিবারের সদস্যদের নামে-বেনামে দেশে ও কানাডাসহ বিভিন্ন দেশে প্রচুর স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে। তাছাড়া তিনি তার ভাইসহ বিভিন্ন ব্যক্তির নামে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ডেভেলপার, রিয়েল অ্যাস্টেট কোম্পানিসহ শেয়ার বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন মর্মে তথ্য পাওয়া যায়। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্জিত অর্থ দেশে ও বিদেশে বিভিন্ন ব্যক্তি ও বিভিন্ন মাধ্যমে হস্তান্তর ও স্থানান্তর করেছেন মর্মেও অনুসন্ধানকালে তথ্য পাওয়া যায়।
আদালতে দুদকের আবেদনে আরো বলা হয়, অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায়, মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী সপরিবারে গোপনে দেশত্যাগ করার প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি দেশত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। তাছাড়া সার্বিক অনুসন্ধানকাজে বিঘ্ন সৃষ্টিসহ সমূহ ক্ষতির কারণ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ যাত্রা রোধ করা একান্ত প্রয়োজন।
শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
ঢাকা/মামুন/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শাইনপুকুরকে গুঁড়িয়ে ১০ উইকেটের জয় রুপগঞ্জের
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একদিন আগেই যেখানে ৪২২ রানের রেকর্ড গড়েছিল প্রাইম ব্যাংক, পরদিন সেই একই উইকেটে রীতিমতো ধস নেমেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ব্যাটিংয়ে। মাত্র ৬৯ রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ড গড়ে দলটি হেরে যায় ১০ উইকেটে। জয় তুলে নেয় লিজেন্ডস অব রুপগঞ্জ।
টস হেরে ব্যাটিংয়ে নামা শাইনপুকুরের ব্যাটাররা শুরু থেকেই হতাশ করেন। একের পর এক উইকেট হারিয়ে ২৫.৫ ওভারে থেমে যায় মাত্র ৬৯ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান আসে ওপেনার মইনুল ইসলাম তন্ময়ের ব্যাটে। দুই অঙ্কে পৌঁছাতে পারেন আরও মাত্র তিনজন ব্যাটার। রুপগঞ্জের পেসার রেজাউর রহমান রাজা ও স্পিনার তানভীর ইসলাম তিনটি করে উইকেট নিয়ে শাইনপুকুরের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।
পরে লক্ষ্য তাড়ায় নামা রুপগঞ্জ জয় তুলে নেয় মাত্র ৯.৩ ওভারে, কোনো উইকেট না হারিয়ে। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান দারুণ ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। সাইফ হাসান ৩৯ রান নিয়ে অপরাজিত থাকেন, আর তামিম ২০ বলের ঝড়ো ইনিংসে ৪ চার ও ১ ছক্কায় করেন ৩৫ রান।