সাতক্ষীরায় ট্রলিচাপায় স্কুলছাত্রী নিহত
Published: 2nd, February 2025 GMT
সাতক্ষীরার দেবহাটায় ট্রলিচাকায় পিষ্ট হয়ে মারিয়া আফরিন মিম (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
রবিবার সকালে দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ট্রলিচালক মনিরুল ইসলাম মুন্নাকে আটক করেছে।
নিহত মিম দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ও দেবহাটা উপজেলার কালবাড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, মিম তার বান্ধবীদের সাথে স্কুলে আসছিল। এ সময় ইট বহন করা একটি ট্রলি দ্রুতগতিতে এসে স্কুলের সামনে তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা ট্রলিচালককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে চালক মুন্নাকে আটক করে। এছাড়াও মিমের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঢাকা/শাহীন/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শীর্ষে উঠার সুযোগ হারাল অ্যাতলেটিকো
স্প্যানিশ লা লিগায় সবশেষ এই ধরনের ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল ২০১৩-১৪ মৌসুমে। সেবার শেষ পর্যন্ত শিরোপা জিতে অ্যাতলেটিকো মাদ্রিদ। সুদীর্ঘ ১০ মৌসুম পরে আবারও সেই উত্তাপ টের পাচ্ছে লা-লিগা। প্রথম তিন দলের পয়েন্টের পার্থক্য ৩, এমন একটা সমীকরণ নিয়ে রবিবার (৯ মার্চ, ২০২৫) মাঠে নেমেছিল অ্যতলেটিকো। গেটাফের মাঠে গিয়ে ২-১ ব্যবধানে হেরে এলো দিয়েগো সিমিওনের দল।
শীর্ষে উঠার সুবর্ণ সুযোগ নিয়ে গেটাফের মাঠে নেমেছিল অ্যাতলেটিকো। গোটা ম্যাচেই দুই দলের কঠিন লড়াই হলো। একদম শুরু থেকে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত। ম্যচের ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অ্যাতলেতিকোকে এগিয়ে দেন আলেকজান্ডার সোরলথ।
আরো পড়ুন:
ঘরের ছেলের ছোবলে হারল রিয়াল
রিয়ালের ‘ব্ল্যাঙ্ক চেক’ প্রত্যাখ্যান করেছিলেন নেইমার
ম্যাচের ৮৮তম মিনিটে ফাউল করে অ্যাতলেটিকোর আর্জেন্টাইন উইঙ্গার অ্যানজেল কোরেয়া সরাসরি লাল কার্ড দেখেন। সেই সুযোগে স্বাগতিকদের সমতায় ফেরান মাউরো আরামবারি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যাতলেটিকোকে স্তব্দ করে দেন আরামবারি। দ্বিতীয় গোল করে গেটাফের ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।
এই হারের ফলে ২৭ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অ্যাটলেতিকো। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের। এক ম্যাচ কম খেলা বার্সেলোনাও সমান ৫৭ পয়েন্ট, তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে লস ব্ল্যাঙ্কসরা।
আসছে বুধবার (১২ মার্চ, ২০২৫) দিবাগত রাতে ঘরের মাঠে মেট্রোপলিতানোতে রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নামবে অ্যাতলেটিকো। আগের লেগে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকায় এই ম্যাচে জয়ের বিকল্প নেই লস রোজাব্ল্যাঙ্কসদের।
ঢাকা/নাভিদ