নারায়ণগঞ্জ জেলা বিএন‌পির ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির ঘোষণা করা হয়েছে।  

 

রবিবার (২ ফেব্রুয়ারি) দল‌টির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

 

আংশিক ক‌মি‌টি‌তে অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ১ম যুগ্ম আহ্বায়ক, মাশুকুল ইসলাম রাজিব ও শরীফ আহমেদ টুটুলকে যুগ্ম আহ্বায়ক ও মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

 

উল্লেখ্য , গত (২৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের কমিটি বিলুপ্ত করা হয়। আর বিজ্ঞপ্তিতে বলা হয় অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হবে।

 

আর গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের এই কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ আসতে থাকে। অভিযোগ তদন্তে একটা কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হল।

 

প্রসঙ্গত, গত ২০২৩ সালের ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

অধ্যাপক মামুন মাহমুদকে সাবেক ছাত্রদল নেতা খোকনের ফুলেল শুভেচ্ছা

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক নির্বাচিত হওয়ায় ফুলদিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি নেতাকর্মীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারী) রাতে  সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকাস্থ অধ্যাপক মামুন মাহমুদের নিজ বাসভবনে উপস্থিত হয়ে তিনি এই শুভেচ্ছা জানান।                                  

এসময় দেলোয়ার হোসেন খোকন তার অনুডুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গোষণার মধ্য দিয়ে তৃনমূল নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত গ্রহনের জন্য।

অধ্যাপক মামূন মাহমুদ একজন পরিচ্ছন্ন এবং পরীক্ষীত রাজনীতিবিদ। আশা করি তিনি নারায়ণগঞ্জের ৫টি আসন জয়লাভ করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং সকল বিভেদ ভুলে একটি শক্তিশালী কমিটি উপহার দিতে পারে সেই প্রত্যাশা করছি।

এরআগে গত রবিবার  বিএনপির  সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

তবে ঘোষিত কমিটিতে সদস্য সচিব পদ রাখা হয়নি। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়াকে। যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল এবং সদস্য রাখা হয়েছে মো: গিয়াস উদ্দিনকে। এর আগে গত ২৪ ডিসেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছিল তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে।

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে ধাওয়া খেয়ে ৫টি মোটরসাইকেল ও অস্ত্র ফেলে পালালো ডাকাতদল
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা (তালিকা)
  • সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কর্তন করল স্ত্রী
  • বসুন্ধরা শুভসংঘ’র নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন 
  • সোনারগাঁয়ে মেঘনায় কারা চাঁদাবাজি করে আমরা জানি : ইমতিয়াজ বকুল
  • কেন্দ্রীয় যুবদলের সভাপতি-সেক্রেটারির সঙ্গে মহানগর যুবদলের সাক্ষাৎ
  • মামুন মাহমুদকে জেলা বিএনপির আহ্বায়ক ঘোষণা করায় ১নং ওয়ার্ডে আনন্দ মিছিল  
  • বন্দরে লিফলেট বিতরণ করায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ আটক ২ 
  • অধ্যাপক মামুন মাহমুদকে গাজী মনিরের ফুলেল শুভেচ্ছা
  • অধ্যাপক মামুন মাহমুদকে সাবেক ছাত্রদল নেতা খোকনের ফুলেল শুভেচ্ছা