রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ৫ম  দিনের মতো অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতি নিয়ে কথা বলেছেন সরকারি কর্মচারী হাসপাতালের চিকিৎসক ডা. রাসেল।

রবিবার (২ ফেব্রুয়ারি)  দুপুর ১টায় সংবাদ সম্মেলনে তিনি অনশনরত ৩ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান৷

তিনি বলেন, “অনশনের কারণে ডিহাইড্রেশন অবস্থায় কিডনি তার স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছে না৷ অনশনে থাকা ৩ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কিজনক। যাদের প্রসাব তৈরি হচ্ছে না। তিনজনের মধ্যে একজনের প্রবাস হচ্ছে না। কিডনি প্রসাব তৈরি করার জন্য যে প্রক্রিয়া থাকে, তা বাধাগ্রস্ত হচ্ছে।”

অনশনরত এ ৩ জন শিক্ষার্থী হলেন, বাংলা বিভাগের রানা আহমেদ (২০২০-২১), মার্কেটিং বিভাগের রাশেদুল ইসলাম রাশেদ (২০২০-২১) ও গণিত বিভাগের রায়হান (২০২০-২১)।

গত ২৯ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এই অনশন কর্মসূচি শুরু করে।

অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন, কলেজের বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বেলাল আহমেদ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের রানা আহমেদ, গণিত বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের আমিমুল ইসলাম, মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাশেদ, অর্থনীতি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ইউসুফ আলী।

ঢাকা/হাফছা/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অবস থ

এছাড়াও পড়ুন:

যেমন খুশি তেমন চুল রাখার অনুমতি পেল থাইল্যান্ডের শিক্ষার্থীরা

কর্তৃপক্ষের সাথে বছরের পর বছর আইনি লড়াইয়ের পর থাইল্যান্ডের শিক্ষার্থীরা এখন তাদের মাথার চুল বড় রাখার সুযোগ পাচ্ছে। বুধবার, থাইল্যান্ডের সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট শিক্ষা মন্ত্রণালয়ের ৫০ বছরের পুরনো একটি নির্দেশনা বাতিল করেছে। ওই নির্দেশনায় স্কুল শিক্ষার্থীদের জন্য চুলের স্টাইলের নিয়ম নির্ধারণ করেছিল: ছেলেদের জন্য ছোট চুল এবং মেয়েদের জন্য কান পর্যন্ত লম্বা বব। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

বাস্তবে অনেক স্কুলে চুলের স্টাইলের নিয়ম ধীরে ধীরে শিথিল করা হয়েছে। কিন্তু কোনো কোনো স্কুল ১৯৭৫ সালের জান্তার জারি করা নির্দেশিকাকে ব্যবহার করত এবং যারা তা মেনে চলত না তাদের চুল কেটে দিত।

আদালত জানিয়েছে, ১৯৭৫ সালের নির্দেশিকা সংবিধানে সুরক্ষিত ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন করে এবং আজকের সমাজের সাথে এর সম্পর্ক নেই।

আদালতের এই সিদ্ধান্তটি ২০২০ সালে ২৩ জন সরকারি স্কুলের শিক্ষার্থীর দায়ের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এসেছে। তাতে যুক্তি দেওয়া হয়েছিল যে ১৯৭৫ সালের নির্দেশিকা অসাংবিধানিক।

শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চুলের স্টাইলের নিয়ম শিথিল করার জন্য প্রচারণা চালিয়ে আসছেন। তারা বলছেন যে এটি তাদের মানবিক মর্যাদা এবং তাদের শরীরের উপর ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘন করে।

প্রচারণা চালানো এই শিক্ষার্থীদের একজন হলেন প্যান্থিন অ্যাডাল্টানানুসাক, যিনি সম্প্রতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন।

তিনি বিবিসিকে বলেন, “আমাদের মতো বাচ্চাদের চোখে তখন... যদিও এটা অসম্ভব বলে মনে হচ্ছিল, আমরা কিছু করতে চেয়েছিলাম। যদি থাই ইতিহাসের কোন ছাত্র আমাদের দমনকারী প্রাপ্তবয়স্কদের শক্তিকে চ্যালেঞ্জ করার জন্য উঠে না দাঁড়ায়, তাহলে তা হবে আজীবন লজ্জার।”

এই ধরনের প্রচারণার প্রতিক্রিয়ায়, ২০২০ সালে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের লম্বা চুল রাখার অনুমতি দেয়। তবে কিছু বিধিনিষেধ রয়ে গিয়েছিল। ছেলেদের চুল তাদের ঘাড়ের নীচের অংশ ঢাকতে পারত না, আর লম্বা চুলের মেয়েদের চুল বেঁধে রাখতে হত।

২০২৩ সালে সেই নিয়মগুলো বাতিল করা হয়েছিল। তৎকালীন শিক্ষামন্ত্রী ত্রিনুচ থিয়েনথং ঘোষণা করেছিলেন যে শিক্ষার্থী, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষকে তাদের স্কুলে চুলের স্টাইলের জন্য কী গ্রহণযোগ্য তা তাদের নিজস্ব সাধারণ ভিত্তির ওপর আলোচনা করা উচিত।

কিন্তু এই সব পরিবর্তনের মধ্যেও, কিছু স্কুল ১৯৭৫ সালের মূল নির্দেশিকায় বর্ণিত মান অনুসরণ করে চলছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • মাগুরায় শিশু ধর্ষণে জড়িতদের মৃত্যুদণ্ডসহ ৩ দাবিতে শিক্ষার্থীর অনশন
  • পাঁচ বছর আগে এ সময় ছিল লকডাউন, এখনো কী প্রভাব বিশ্ব অর্থনীতিতে
  • বান্দরবানে পাঁচ বছর আগের ধর্ষণের মামলায় চারজনের যাবজ্জীবন
  • যেমন খুশি তেমন চুল রাখার অনুমতি পেল থাইল্যান্ডের শিক্ষার্থীরা