বিপিএলে পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার মধ্যে চিটাগং কিংসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরীর একটি মন্তব্য ক্রিকেট মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। জাতীয় দলের ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে নিয়ে দেওয়া তার মন্তব্যকে ‘অপমানজনক’ বলে উল্লেখ করেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম। শনিবার বিষয়টি নিয়ে সতর্ক করা হলে সামির কাদের ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন বিসিবির কর্মকর্তারা।

বিপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক সংক্রান্ত বিষয়ে চিটাগং কিংস সময়মতো অর্থ পরিশোধ করেনি। ইমনসহ বেশ কয়েকজন খেলোয়াড় তাদের পাওনা নিয়ে কথা বলার পর এ বিষয়ে অসংলগ্ন মন্তব্য করেন সামির কাদের। তিনি বলেন, 'আমি সন্তুষ্ট না হওয়ায় ইমনকে পারিশ্রমিক দেইনি, আমার টাকা গাছে ধরে না।' এই মন্তব্য নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয় এবং বিসিবির কর্মকর্তারা একে খেলোয়াড়দের প্রতি ‘অপমানজনক’ আচরণ বলে মন্তব্য করেন।

শনিবার বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচ চলাকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসেন এবং ইমনকে নিয়ে দেওয়া মন্তব্যের জন্য সামির কাদেরকে সতর্ক করেন। বৈঠকের পর সংবাদমাধ্যমকে নাজমুল আবেদীন জানান, চিটাগং কিংসের মালিক তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, 'আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আমরা এতে খুবই অসন্তুষ্ট। জাতীয় দলের ক্রিকেটার হোক বা না হোক, কোনো খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সামির কাদের স্বীকার করেছেন যে তার ব্যবহার ঠিক হয়নি এবং তিনি ক্ষমা চেয়েছেন।'

জানা গেছে, চিটাগং কিংসের খেলোয়াড়দের মধ্যে ইমনই পারিশ্রমিক ইস্যুতে সবচেয়ে বেশি সরব ছিলেন। তিনি কয়েকজন সতীর্থের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন এবং সম্ভাব্য সমাধানের পথ খোঁজার চেষ্টা করেন। এই আলোচনা সামির কাদেরের কানে পৌঁছালে তিনি ইমনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এই ঘটনায় বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে কিনা, সে বিষয়ে নাজমুল আবেদীন বলেন, 'আমরা আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাতেও পারি, এতে কোনো সমস্যা নেই।'

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ব প এল

এছাড়াও পড়ুন:

ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ আচরণ করেছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ আচরণ করেছে। গাড়িসহ শিল্প পণ্যের উপর শুল্কমুক্তির জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবটি আটলান্টিক মহাদেশের বাণিজ্য ঘাটতি পূরণের জন্য যথেষ্ট নয়।

সোমবার ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইনের ঘোষণা করা গাড়ি এবং অন্যান্য শিল্প পণ্যের জন্য দ্বিপাক্ষিক শুল্ক ছাড়ের প্রস্তাবের প্রতিক্রিয়ায় ট্রাম্পের এই মন্তব্য এসেছে।

ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ভন ডের লেইন বলেন, “আমরা শিল্প পণ্যের উপর শূন্য শুল্ক আরোপের প্রস্তাব করেছি... ইউরোপ সর্বদা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি ভালো চুক্তি করতে প্রস্তুত।”

কিন্তু ট্রাম্পের বাণিজ্য আক্রমণাত্মক আচরণের বিরুদ্ধে ‘আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণ এবং আমাদের স্বার্থ রক্ষা করতেও প্রস্তুত’ বলে তিনি সতর্কবার্তা দিয়েছেন।

ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, “ইউরোপীয় ইউনিয়ন আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে, তারা আমাদের গাড়ি নেয় না, যেমন জাপান সেই অর্থে, আমাদের কৃষি পণ্য নেয় না। তারা বাস্তবিক অর্থে কিছুই নেয় না।”

ট্রাম্প জানান, ইউরোপীয় দেশগুলো যদি আমেরিকান জ্বালানি কিনতে শুরু করে তবে ইইউর বাণিজ্য ঘাটতি ‘দ্রুত অদৃশ্য হয়ে যাবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’: সেই ‘ক্রিম আপা’ গ্রেপ্তার
  • ‘ক্রিম আপা’ গ্রেপ্তার
  • কুষ্টিয়ায় চুরির অভিযোগে তিনজনকে তুলে নিয়ে দফায় দফায় নির্যাতন, একজনের মৃত্যু
  • ভারতের মাতাল বিমানযাত্রী সহযাত্রীর সঙ্গে যে আচরণ করলেন
  • সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’ : ‘ক্রিম আপা’র বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা
  • থানা থেকে ছাত্রদল নেতা ছিনতাই, গ্রেপ্তার ৩
  • বগুড়ায় ছিনতাইকারীদের হামলায় ২ পুলিশ সদস্য আহত
  • রেজাল্ট খারাপ করলে সন্তানকে কতটা শাসন করবেন?
  • ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ আচরণ করেছে: ট্রাম্প
  • ফেসবুকে খালেদা জিয়ার উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য, সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার ১