আলু সংরক্ষণের কোল্ড স্টোরেজগুলোতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর মোহনপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন কৃষকেরা। প্রতিবাদে তারা সড়কে আলু ফেলে দিয়েছেন। 

রোববার বেলা ১১টায় মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। কৃষকরা জানান, প্রতি কেজি আলুর সংক্ষণের জন্য আগে চার টাকা ভাড়া দিতে হতো তাদের। সম্প্রতি তা বৃদ্ধি করে আট টাকা নির্ধারণ করেছেন কোল্ড স্টোরেজের মালিকেরা।

আলু সংক্ষণের ভাড়া কমানো না হলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পাশাপাশি মহাসড়ক অবরোধ করার হুমকিও দেন। 

সমাবেশে এক হাজার জনের মতো কৃষক অংশ নেন।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আল

এছাড়াও পড়ুন:

ভারত বাকিদের চেয়ে অনেক এগিয়ে, বললেন ওয়াসিম আকরাম

দাপটের সঙ্গে অপরাজিত থেকে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা ভারতের কাছে গতকাল ফাইনালে ৪ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর প্রশংসায় ভাসছে ভারত ক্রিকেট দল।

তবে প্রশংসার কারণ যে শুধু একটা টুর্নামেন্ট জয়ের নয়, সেটাও মনে করিয়ে দিয়েছেন কেউ কেউ। মূলত লম্বা সময় ধরে গড়ে তোলা ক্রিকেট-সংস্কৃতির ফলই এখন পাচ্ছে ভারত। ভারতের ক্রিকেট-সংস্কৃতিটা কেমন, সেটাই গতকাল চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল শেষে কিছুটা জানালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।

গতকাল এক টেলিভিশন চ্যানেলের টক শোতে আকরাম বলছেন, ভারত ক্রিকেট মঞ্চে বাকিদের চেয়ে অনেক এগিয়ে গেছে। সর্বকালের অন্যতম সেরা এই পেসার মনে করেন, ‘এখন সবাইকে ভারতের সঙ্গে দূরত্ব ঘোচাতে হবে। মানসিকভাবে তারা অন্য সব দলের চেয়ে অনেক এগিয়ে। এ জন্য দলের সঙ্গে যারা জড়িত, সবাইকে কৃতিত্ব দিতে হবে, বিসিসিআইসহ সবাইকে। সেখানে যে ব্যক্তিই পদে আসুক, তারা নিজেদের প্রক্রিয়াগত জায়গায় কোনো পরিবর্তন আনে না।’

আরও পড়ুনশামির মায়ের পা ছুঁয়ে পৃথিবীকে চ্যালেঞ্জ কোহলির৯ ঘণ্টা আগে

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কীভাবে কাজ করে, সেটা ব্যাখ্যা করে আকরাম যোগ করেন, ‘তাদের বোর্ড থেকে যখন কোনো চেয়ারম্যান বা সচিব বিদায় নেন, তাঁরা নিশ্চয়ই সবকিছু লিখিত আকারে দিয়ে যান। বলে যান, তাঁদের হাতে কী প্রজেক্ট ছিল, কীভাবে সেসব চালাতে হবে সব। সেখানে (বোর্ডে) নিচের স্তরে কোনো পরিবর্তন আসে না। ওপরের স্তরেই শুধু বদল আসে। নিচে যারা কাজ করে, তারা তেমনই থাকে।’

পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম

সম্পর্কিত নিবন্ধ