Risingbd:
2025-02-05@11:48:16 GMT

সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই

Published: 2nd, February 2025 GMT

সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নাম হবে “এসিআই হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড"।

রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করার অনুমোদন দিয়েছে এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ। গত ৩০ জানুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি জানিয়েছে, এসিআই হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড নামের এ সহযোগী প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা।

এছাড়া এসিআই হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেডের ৮৫ শতাংশ শেয়ারের মালিকানায় থাকবে এসিআই লিমিটেড। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে যত তাড়াতাড়ি সম্ভব এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

ঢাকা/এনটি/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সহয গ

এছাড়াও পড়ুন:

পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উচ্ছেদ অভিযানের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন (বাপেওএ) রাজশাহী বিভাগ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাপেওএ-এর রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল। এসময় বগুড়া সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্মঘটের সিদ্ধান্ত জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনা নোটিশে ও কোনো আনুষ্ঠানিক চিঠি ছাড়া সওজ বিভাগ আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে পেট্রোল পাম্প মালিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ওই বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকদের এই ধর্মঘট সফল করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছিল।

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ