Risingbd:
2025-03-10@13:04:47 GMT

সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই

Published: 2nd, February 2025 GMT

সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই

পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির নাম হবে “এসিআই হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড"।

রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করার অনুমোদন দিয়েছে এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ। গত ৩০ জানুয়ারি কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি জানিয়েছে, এসিআই হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড নামের এ সহযোগী প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা।

এছাড়া এসিআই হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেডের ৮৫ শতাংশ শেয়ারের মালিকানায় থাকবে এসিআই লিমিটেড। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে যত তাড়াতাড়ি সম্ভব এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

ঢাকা/এনটি/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সহয গ

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল  

আড়াইহাজার উপজেলা  জামায়াতের সৌজন্যে  সাংবাদিকদের  সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরাম। 

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মো. মমিনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন  জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রকৌশলী বাকির আহমেদ,  নারায়ণগঞ্জ  সাংবাদিক ফোরামের সভাপতি রুহুল আমিন, আড়াইহাজারের সাবেক আমির মোতাহার হোসেন, আড়াইহাজার উপজেলা দক্ষিণ  জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম, উত্তরের আমীর মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ।

সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মজিবুর রহমান, রশিদ আহমেদ হাজারী,  রফিকুল ইসলাম রানা, সফুর উদ্দিন প্রভাত, শাহজাহান কবির, মো: বাদল আহমেদ, আল আমিন ভুইয়া, মো. জিয়াউর রহমান,  মোস্তফা কামাল, মো. শাহজাহান  সিরাজ, মনিরুজ্জামান সরকার, জাকির হোসেন,  হাবিবুর রহমান হাবিব, নজরুল ইসলাম,  ছাইদুল হাসান,  মো. শরিফ ভুইয়া,  জিহাদ মিয়া ও  সোহান মিয়া  । পরে দেশ ও জাতীর কল্যানে বিশেষ মুনাজাত করা হয়। 

প্রধান অতিথি মমিনুল হক বলেন, আমরা সাংবাদিকদের পাশে থাকতে চাই। যদি সকলের দোয়ায় জামায়াতে ইসলামী ক্ষমতায় যায় তবে সাংবাদিকরা শান্তিপ্রিয় ভাবে কাজ করতে পারবে। 

তিনি বলেন, কোরআনের আইন চালু না হওয়া পর্যন্ত দেশে শান্তি আসবে না। জামায়াতে ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসলে সাংবাদিকগণ স্বাধীনভাবে কাজ করার পথ সুগম হবে, মিডিয়ার ওপর কোনো ধরণের হস্তক্ষেপ থাকবেনা।
 

সম্পর্কিত নিবন্ধ