৫৩ বছর উপলক্ষে আরণ্যকের মাসব্যাপী উৎসব
Published: 2nd, February 2025 GMT
১৯৭২ সালের ফেব্রুয়ারিতে স্বাধীন বাংলাদেশে নাট্যচর্চায় যাত্রা শুরু করে আরণ্যক। প্রতিষ্ঠার ৫৩ বছর উপলক্ষে ফেব্রুয়ারি মাসজুড়ে নানা আয়োজন রেখেছে নাট্যদলটি। ‘তিমির হননে অগ্রসর হয়ে’ স্লোগান নিয়ে আয়োজিত মাসব্যাপী উৎসব হবে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি এবং সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
শনিবার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ। উদ্বোধনী অনুষ্ঠানের পর দলটির প্রথম প্রযোজনা ‘কবর’ নাটকের মঞ্চায়ন হয়।
৭ ফেব্রুয়ারি শিল্পকলায় রয়েছে ভিডিও ও তথ্যচিত্র প্রদর্শনী। ১৫ ফেব্রুয়ারি শিল্পকলার কফি হাউস চত্বরে হবে পথনাটক উৎসব। ১৭ ফেব্রুয়ারি পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৬টায় থাকছে যন্ত্রসংগীত। সন্ধ্যা ৭টায় ‘রাঢ়াঙ’ নাটকের প্রদর্শনী। ১৯ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৬টা থাকবে যন্ত্রসংগীত। সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাটক ‘কম্পানি’।
এছাড়া ২০ ফেব্রুয়ারি একই স্থানে সন্ধ্যা ৬টায় যন্ত্রসংগীতের পর থাকছে নাটক ‘ময়ূর সিংহাসন’। ২৮ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমিতে শেষ হবে আরণ্যকের উৎসব। এদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটক ‘কহে ফেসবুক’।
.উৎস: Samakal
কীওয়ার্ড: শ ল পকল
এছাড়াও পড়ুন:
স্মার্টফোনে ঈদ উৎসব
ঈদুল ফিতর উৎসবকে আনন্দময় করতে ‘ঈদের খুশি’ প্রচারণা ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। বিশেষ প্রচারণায় ব্র্যান্ডটি ক্যাশব্যাক, নিশ্চিত উপহার ও বিশেষ সারপ্রাইজ জেতার সুযোগ দেবে। ব্র্যান্ডের নির্দিষ্ট মডেলের স্মার্টফোনে আগ্রহীরা এমন অফার পাবেন। ইতোমধ্যে ঈদ আনন্দে ব্র্যান্ডটি বিশেষ প্রচারণা শুরু করেছে, যা শেষ হবে ১ এপ্রিল।
ঈদ সামনে রেখে অনেকেই পুরোনো ফোন বদলে নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন। ব্র্যান্ডের বিশেষ অফারে এবার গ্রাহক পছন্দের ডিভাইস কেনার সঙ্গে নিশ্চিত ক্যাশব্যাক ও পুরস্কার জেতার সুযোগ পাবেন। ব্র্যান্ডের নোট ৪০এস, হট ৫০ প্রো প্লাস, হট ৫০ প্রো, হট ৫০ আই এবং স্মার্ট নাইন– নির্দিষ্ট মডেলের যে কোনোটি কিনলেই গ্রাহক অফারে অংশ নিতে পারবেন।
নোট ৪০এস মডেলের সঙ্গে থাকবে ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জার, আর হট ৫০ প্রো ও হট ৫০ আই স্মার্টফোনে পাবেন বাজেটবান্ধব দামে প্রিমিয়াম ফিচার। বাজেটের মধ্যে পারফরম্যান্সের জন্য সুপরিচিত হট ৫০ আই এবং স্মার্ট-নাইন মডেলে থাকছে বিশেষ সুযোগ। ক্যাম্পেইনের অংশ হিসেবে বিজয়ীরা জিততে পারেন নতুন স্মার্টফোন বা কক্সবাজার ভ্রমণে কাপল টিকিট। অফারে অংশগ্রহণে কেনা পণ্যের সঙ্গে থাকা কিউআর কোড স্ক্যান করলেই মিলবে নিশ্চিত অফারের সুযোগ।