Samakal:
2025-03-10@06:45:23 GMT

‘এবারের বিপিএল পারফেক্ট না’

Published: 2nd, February 2025 GMT

‘এবারের বিপিএল পারফেক্ট না’

ক্রিকেটারদের পারিশ্রমিক, ফিক্সিংসহ নানা বিতর্কে জর্জরিত চলমান বিপিএল। অথচ ৫ আগস্টের পর দায়িত্ব নেওয়া বোর্ডের নেতারা নতুন এক বিপিএলের জোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন নানা বিতর্কে লজ্জায় পড়তে হচ্ছে দেশের ক্রিকেটকে। বিতর্কের মাত্রাটা এমন পর্যায়ে চলে গেছে যে, গতকাল সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে ফ্র্যাঞ্চাইজি মালিকসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

এর পর রাতে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে যা হচ্ছে, তাতে তারা বিব্রত। আর বিসিবি সভাপতি ফারুক আহমেদ স্বীকারই করে নিয়েছেন, এবারের বিপিএল পারফেক্ট হচ্ছে না।

ফিক্সিং তদন্তে সরকারি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘এনএসসি থেকে একটি সত্যানুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে। ফিক্সিংয়ের যে অভিযোগ এসেছে, সেটির অনুসন্ধানে বিসিবি একটি স্বাধীন ও স্বতন্ত্র তদন্ত কমিটি করবে। সরকারের পক্ষ থেকে যা সহযোগিতা করা যায়, আমরা বিসিবিকে করব। আমরা যত দ্রুত সম্ভব এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো চিহ্নিত করেছি।’ 

এবারের বিপিএল যে ঠিকঠাক হচ্ছে না, সেটা স্বীকার করেছেন বিসিবি সভাপতিও, ‘এবারের বিপিএল পিকচার পারফেক্ট না। আমার দুঃখ হচ্ছে প্রধান উপদেষ্টার জন্য, তিনি আমাদের থিম সংয়ের লাইন পর্যন্ত দিয়েছিলেন। আমরা যে চ্যালেঞ্জ নিয়েছিলাম, যদি আপনি একটি দল, কেবল রাজশাহীকে বাইরে রাখেন, তাহলে কিন্তু ইতিবাচক বলতে হবে। অভিযোগ হলো বিদেশি খেলোয়াড়ের সংকট। এটা মনে রাখতে হবে, অনেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলছে এখন।’ 

আগামী বছর ম্যানেজমেন্ট কোম্পানিকে বিপিএল আয়োজনের দায়িত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি। ১১ বছরের মাথায়ও বিপিএল একটি টুর্নামেন্ট হিসেবে দাঁড়াতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। এ জন্য অডিট করা হচ্ছে। ৭ থেকে ১০ দিনের মধ্যে বিপিএল অডিট রিপোর্ট প্রকাশ করা হবে বলেও জানান ফারুক।

খেলোয়াড়দের পারিশ্রমিক ইস্যুতেও কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা, ‘পারিশ্রমিক ইস্যু নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে আমাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। তবে আমি বলব, এটা একটা শিক্ষা। আগামীতে অবশ্যই এসব কাজে লাগবে। আমরা আজ রাজশাহীর মালিকের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, খেলোয়াড়দের পাওয়া দিয়ে দেবেন। যদি তিনি না করেন, তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব। আমরা এটা তাঁকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি।’ 

পারিশ্রমিক নিয়ে চিটাগং কিংসের মালিক একজন দেশি ক্রিকেটার সম্পর্কে বাজে কথা বলেছিলেন। এ ব্যাপারে চিটাগং কিংসের মালিক ক্ষমা চেয়েছেন বলেও জানান তিনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল য ব ও ক র ড় উপদ ষ ট ফ র ক আহম দ উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৩

ফরিদপুরের সালথায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে উপজেলার সোনারপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে। পরে গতকাল রোববার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের আওয়াল শিকদার (৬০), ফরিদ শিকদার (৩৩) ও সাকিব মাতুব্বার (২৩)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ফুকরা গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি বাবুল শিকদারকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর স্বজনেরা পুলিশের ওপর হামলা চালিয়ে বাবুলকে ছিনিয়ে নেন। বাবুল দ্রুত বিচার আইনের এক মামলায় পরোয়ানাভুক্ত আসামি।

এ বিষয়ে গতকাল রাতে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গত শনিবার বিকেলে ফুকরা গ্রামে গিয়ে পরোয়ানাভুক্ত আসামি বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেন পরিবারের সদস্যেরা। হামলায় একজন এসআই, একজন এএসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি আতাউর রহমান বলেন, আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ