বিদেশে চিকিৎসা, ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আগারগাঁওয়ে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা।

রোববার বেলা ১১টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।

শিশুমেলা থেকে আগারগাঁও রোড ও মিরপুর রোড বন্ধ করে তারা বিক্ষোভ করায় সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। বিক্ষোভে আহত ও তাদের স্বজনরা মিলে ২ শতাধিক মানুষ সুচিকিৎসাসহ অন্যান্য বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যা ৬টার পর থেকেই তারা আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হসপিটাল প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। রাত ১১টার দিকে তারা সড়কে নেমে আসেন।

এসময় সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদলের ওপর ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

তারা বলেন, শনিবার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি থাকা এবং অন্য হাসপাতালের চিকিৎসাধীন আহতরা সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের দেখাতে আসেন। বিদেশি চিকিৎসকরা সবার অবস্থা ভালো বলছেন, তাহলে আমরা কেন চোখে দেখতে পাচ্ছি না। তারা শুধু বলছে, অল আর ওকে, অল ফাইন।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযম সমকালকে বলেন, গতকাল রাত থেকেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনে আহতরা। আজ শিশুমেলা থেকে আগারগাঁও রোড ও মিরপুর রোড বন্ধ করে তারা বিক্ষোভ করছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক অবর ধ ব ক ষ ভ করছ ন ব ক ষ ভ কর

এছাড়াও পড়ুন:

ঢাবিতে মানবাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব ও ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের যৌথ উদ্যোগে ‘গণতন্ত্র ও মানবাধিকার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সেমিনারের আয়োজন করা হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ বক্তৃতা প্রদান করেন বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এবং জাতিসংঘের উপ-স্থায়ী প্রতিনিধি এলেনর স্যান্ডার্স।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। বিশেষ অতিথি ছিলেন, ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি ভ্যানেসা বিউমন্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তরুণ প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণতন্ত্র চর্চায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এই ল্যাব কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছি।”

যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স বলেন, “মানবাধিকার সর্বজনীন বিষয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মানবাধিকার রক্ষা করতে হবে। এছাড়া ন্যায়বিচার, জবাবদিহিতা ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে যুক্তরাজ্য সর্বদা কাজ করে যাবে।”

এর আগে, রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁকা বিভিন্ন গ্রাফিতি পরিদর্শন করেন।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাবিতে মানবাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 
  • ন্যূনতম সংস্কার ছাড়া ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না: জামায়াত আমির
  • ভোটাধিকার হারিয়ে যাওয়ার কারণেই গণঅভ্যুত্থানের অবতারণা: ইসি সানাউল্লাহ
  • দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে যমুনা থেকে সরলেন আহতরা
  • দাবি পূরণের আশ্বাস পেয়ে যমুনা থেকে সরলেন আহতরা
  • আহতদের সুচিকিৎসা দিতে না পারা সরকারের ব্যর্থতা: হাসনাত আবদুল্লাহ
  • ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুলাইয়ের আহতদের অবস্থান
  • পুলিশের বাধার মুখে আবারও সড়কে অবস্থান গণঅভ্যুত্থানে আহতদের
  • প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন গণঅভ্যুত্থানে আহতরা
  • সন্ধ্যা ৬টা পর্যন্ত আহত আন্দোলনকারীদের আল্টিমেটাম