অমর একুশে বইমেলা উপলক্ষে বাংলা একাডেমি নতুন একটি ওয়েবসাইট চালু করেছে। যেখানে স্টলের নাম অথবা স্টল নম্বর দিয়ে বাংলা ইউনিকোড বা ইংরেজি ফনেটিকে খুঁজে পাওয়া যাবে পছন্দের বইয়ের স্টল।

সাধারণত বইমেলায় দেশের বিভিন্ন স্থান থেকে পাঠকেরা আসেন বই কিনতে। কিন্তু অনেকের পক্ষে তাদের পছন্দের স্টল খুঁজে পেতে কষ্ট হয়। নিতে হয় অনুসন্ধান কেন্দ্রের সাহায্য। বাংলা একাডেমি পাঠকের সুবিধার  কথা চিন্তা করে একটি ওয়েবসাইট চালু করেছে যেখানে পছন্দের স্টলের নাম সার্চ করলে সহজে পাওয়া যাবে। 

বইমেলা নিয়ে বাংলা একাডেমির নতুন ওয়েবসাইটের ঠিকানা হলো: https://ba21bookfair.

com/ এই ওয়েবসাইটের মাধ্যমে পাঠকরা মেলার সময়সূচি, মেলার বিশেষ ঘোষণা, অনুষ্ঠানসূচি, বইসমূহ ও বিশেষ সেবা পাবে। 

রায়হান/ঢাকা/লিপি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পছন দ র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কোন নায়িকার পারিশ্রমিক কত

অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাসের হাতে এখন নতুন কোনো ছবি নেই। তবে তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন যে নতুন ছবিতে অভিনয়ের ব্যাপারে তাঁর সঙ্গে পরিচালক ও প্রযোজকের কথাবার্তা চলছে। চূড়ান্ত কিছু হয়নি, তাই বলতে চাইছেন না। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবি দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় অপু বিশ্বাসের। ছোটবেলা থেকেই নাচ করতেন এই নায়িকা। নাচের অনুষ্ঠান করতে গিয়ে বগুড়া থেকে ঢাকায় আসতেন। একটা সময় নাটকে ছোট ছোট চরিত্রে কাজ করেন। এরপর চলচ্চিত্রে অভিনয় শুরু। ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গে প্রথম হিট ছবির দেখা পান তিনি। ‘কোটি টাকার কাবিন’ মুক্তির পর অপুকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১৯ বছরের অভিনয়জীবনে প্রায় শ খানেক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। এর মধ্যে ৮০টির মতো ছবিতে তাঁর নায়ক শাকিব খান। জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় ১৫ থেকে ২০ লাখের ঘরে সম্মানী হাঁকিয়েছেন। এখন তাঁর নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে। তবে তিনি বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের প্রচারণায় তুমুল ব্যস্ত। এই অঙ্গনে তাঁর চাহিদাও অনেক। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘ছায়াবৃক্ষ’। এই ছবিতে অপুর সম্মানী ছিল চার থেকে ছয় লাখ টাকার মধ্যে। এরপর তাঁর আর কোনো ছবিতে অভিনয়ের খবরে পাওয়া যায়নি।

তমা মির্জা

সম্পর্কিত নিবন্ধ