ইনিংসটা এভাবে শেষ হবে তা হয়তো ভাবতেই পারেননি তানজিদ হাসান তামিম। ‘নামকাওয়াস্তে’ স্পিনার বোসিস্তোর বাইরের বল কাট করতে গিয়ে টাইমিংয়ে গড়বড়। ক্যাচ দেন শর্ট থার্ড ম্যান অঞ্চলে।
৫৮ রানে তানজিদ আউট হয়ে সাজঘরে ফেরার পথে নিজের ব্যাট ছুঁড়ে মারেন। সাজঘরের এই পথ ধরার মধ্য দিয়ে ঢাকা ক্যাপিটালসের ওপেনার বিপিএলের যাত্রাও শেষ হলো। ৪৮৫ রান নিয়ে এবারের মিশন শেষ করলেন জাতীয় দলের ক্রিকেটার। ১২ ইনিংসে ৪৪.
আরো পড়ুন:
বিপিএলে নানা অনিয়ম, আসিফ মাহমুদের কড়া হুঁশিয়ারি
সেরা দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংস
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তানজিদের। ছক্কার রেকর্ডে তানজিদের সামনে আছেন কেবল ক্রিস গেইল। ২০১৭ আসরে ১১ ম্যাচে ৪৭টি ছক্কা মেরেছিলেন ক্যারিবীয়ান তারকা। রংপুর রাইডার্সের জার্সিতে সেবার বিপিএলের সবগুলো ম্যাচ খেলেছিলেন গেইল। নিজের শেষ ইনিংসেও তানজিদ ৭ ছক্কা হাঁকিয়েছেন। ফাইনাল পর্যন্ত খেলতে পারলে আরো দুই/তিন ম্যাচ খেলার সুযোগ হতো তার। সেটা হলে গেইলের রেকর্ডও হয়তো ছাড়িয়ে যেতে পারতেন তানজিদ।
তার এই একক নৈপূণ্য দলের কোনো কাজেই আসেনি। ঢাকা ১২ ম্যাচে মাত্র তিনটি জিতেছে। আলো ছড়িয়ে তানজিদ কেবল উজ্জ্বল হয়েছেন। তার ব্যাটের আলোয় জ্বলতে পারেনি ঢাকা।
একই অবস্থান তাসকিন আহমেদের। দুর্বার রাজশাহীর হয়ে এবারের বিপিএল খেলেছেন তাসকিন। ডানহাতি পেসার ১২ ম্যাচে ২৫ উইকেট পেয়ে সর্বোচ্চ উইকেট শিকারী। তার বোলিং গড় ১২.০৪, ইকোনমি ৬.৪৯। ১৯ রানে ৭ উইকেট নেওয়ার কীর্তিও গড়েছেন দ্রুতগতির বোলার।
লিগের শুরুতে সাত ম্যাচে সহ অধিনায়ক ছিলেন তাসকিন। পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক হিসেবে তাসকিনকে বেছে নেয়। নিজের শেষ পাঁচ ম্যাচে চারটিতে দলকে জিতিয়ে প্লে অফের লড়াইয়ে রেখেছিলেন তাসকিন। কিন্তু রান রেটের ম্যাড়প্যাচে খুলনা তাদের টপকে যায়। তাতে তাসকিনের বিপিএল যাত্রা থেমে যায় রাউন্ড রবিন লিগেই। ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছিলেন সাকিব। তাসকিন এবার সেই রেকর্ড ভেঙে গেছেন চূড়ায়।
ব্যাট-বলে তানজিদ ও তাসকিন এখন পর্যন্ত বিপিএলে সেরা। শেষ চার ম্যাচে তারা কেউই নেই। তবে নিশ্চিতভাবে আলোচনায় থাকবেন। কেননা আলো ছড়িয়ে উজ্জ্বল তারা।
ঢাকা/ইয়াসিন/নাভিদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল র ব প এল র কর ড উইক ট
এছাড়াও পড়ুন:
‘নিঃশর্ত ক্ষমা’ চেয়ে আইপিএলে থেকে সরে দাঁড়ালেন ব্রুক, হতে পারেন নিষিদ্ধ
টানা দুই মৌসুম আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন হ্যারি ব্রুক। সামাজিক যোগাযোগমাধ্যমে গত রাতে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। আইপিএলে নাম লিখিয়েও না খেলার সিদ্ধান্ত নেওয়ায় নিষেধাজ্ঞায় পড়তে পারেন ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
ব্রুককে ২০২৪ আইপিএলের নিলাম থেকে ৪ কোটি রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু দাদির মৃত্যুতে পরিবারের পাশে থাকতে গত বছর তিনি খেলেননি। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এবারের মেগা নিলামে তাঁর দাম ওঠে ৬ কোটি ২৫ লাখ রুপি। এবারও তাঁকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। কিন্তু আইপিএলের ১৮তম আসর শুরুর মাত্র ১২ দিন আগে সরে দাঁড়ালেন ব্রুক। ২০২৫ আইপিএলে না খেলার কারণ হিসেবে তিনি জাতীয় দলের জন্য প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করেছেন।
সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের ভরাডুবির পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান জস বাটলার। ধারণা করা হচ্ছে, বাটলারের জায়গায় ব্রুককে সাদা বলের দুই সংস্করণের অধিনায়ক বানাবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
২০২৫ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল হ্যারি ব্রুকের