সাতক্ষীরায় চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যানসহ আটক ৪
Published: 2nd, February 2025 GMT
সাতক্ষীরার তালা থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতাসহ ৪ জনকে আটক করেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে তালা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন- খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আজিজুর রহমান রাজু, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গাজী ও তালা সদর ইউনিয়নের ভায়ড়া গ্রামের অজিত চক্রবর্তীর ছেলে প্রশান্ত চক্রবর্তী।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, জালাপুর ইউনিয়নের একটি চাঁদাবাজির মামলায় তাদেরকে আটক করা হয়েছে।
ঢাকা/শাহীন/ইমন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাগুরার সেই শিশুটির অবস্থা অপরিবর্তিত
মাগুরায় ‘ধর্ষণের’ শিকার আট বছর বয়সী শিশুর অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। শিশুটির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসকের বরাতে এ তথ্য জানিয়েছেন ভুক্তভোগীর মামাতো ভাই।
সোমবার (১০ মার্চ) এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘চিকিৎসক জানিয়েছেন, অবস্থা এখনো অপরিবর্তিত। লাইফ সাপোর্টেই আছে।’’
এর আগে, গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হওয়ার খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্টে বলা হয়, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শিশুটির লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। তবে, এ তথ্যের সত্যতা নেই বলে নিশ্চিত করেছেন ওই স্বজন।
এর আগে, গত বৃহস্পতিবার মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। শিশুটি বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন। এ ঘটনায় গত শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন।
মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। রবিবার মামলার প্রধান আসামির ৭ দিন এবং বাকিদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা/শাহীন/রাজীব