নাশকতায় জড়িত থাকায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস এম জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় চিত্রলেখার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের চিত্রলেখার মোড়ে বেকারি ব্যবসা করতেন।

থানা পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক লীগের সাবেক এই নেতার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে নাশকতায় জড়িত থাকার তথ্য পাওয়া যায়। যে কারণে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো.

বাহার মিয়া বলেন, “নাশকতার মামলায় সুনির্দিষ্ট অভিযোগের এজাহার নামীয় আসামি হওয়ায় জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দ্রুত আদালতে পাঠানো হবে।”

ঢাকা/অমরেশ/ইমন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

বন্দরে ডিবি পুলিশ ও তিতাস কর্মকর্তা পরিচয়ে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

বন্দরে ডিবি পুলিশ ও  তিতাস গ্যাস কর্তৃপক্ষের লোক পরিচয়ে গ্রাহক কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্র বিরুদ্ধে ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বন্দর উপজেলার পাতাকাটা ও দাঁসেরগাও এলাকায় এ ঘটনা ঘটে। প্রতারক চক্রের হোতা নাজমুল হাসান নিজেকে ডিবি পুলিশের লোক হিসেবে পরিচয় দেয় বলে ভুক্তভোগীরা জানান।

এলাকাবাসী জানান, বুধবার সকাল থেকে নাজমুল হাসান ওরফে হাসানের নেতৃত্বে একদল প্রতারক ধামগড় ও মুছাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজেদের ডিবি পুলিশ ও তিতাসের লোক পরিচয় দিয়ে বাড়ি বাড়ি যায়।

বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ আছে বলে নানা ভয় ভীতি দেখিয়ে কারো কাছে ২০ হাজার আবার কারো কাছে ৫০ হাজার টাকা দাবি করে। আবাসিক খাতে অবৈধ গ্যাস  ব্যবহারকারিরা  ভয়ে ১০/ ১৫ হাজার টাকা প্রতারক চক্রের হাতে তুলে দিয়ে সংযোগ বিচ্ছিন্ন’র কবল থেকে রেহাই পান।

বিষয়টি  তাৎক্ষণিকভাবে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও বন্দর থানার ওসি তরিকুল ইসলামকে অবহিত করলে তারা জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি তাদের জানা নেই।

এ ব্যাপারে তিতাস গ্যাসের ম্যানেজার মো. আজম বলেন, আজ বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কোন অভিযান পরিচালনা করা হয়নি। তিতাসের কোন লোকও আজ বন্দরে যায়নি। ওটা একটা প্রতারক চক্র। তাদের আটকে পুলিশে দেওয়ার কথা বলেন তিনি। 
 

সম্পর্কিত নিবন্ধ