ঘন কুয়াশায় সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ‌৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে শনিবার রাত সাড়ে ১০টা থেকে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে ঘাট এলাকায় বেশকিছু যানবাহন আটকা পড়ে। এর মধ্যে, পণ‌্যবা‌হী ট্রাকের সংখ্যা বেশি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো.

সালাহউদ্দিন বলেন, ‘‘শনিবার সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়‌তে থা‌কে। ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে রবিবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।’’

ঢাকা/রবিউল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার ২০০ টন গম

আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২০০ টন গম দেশে এসে পৌঁছেছে। 

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা এ গম নিয়ে এমভি এলপিডা জিআর জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি তথ্য জানানো হয়।

৫০ হাজার ২০০ টন গমের মধ্যে ৩০ হাজার ১২০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। এরইমধ্যে চট্টগ্রাম বন্দরে গম  খালাসের কার্যক্রম শুরু  হয়েছে।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ