গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত শেষে বাড়ি ফিরছেন মুসল্লিরা। কেউ বাসে, কেউ ট্রেনে, কেউবা বাড়ি ফিরছেন হেঁটে। এতে টঙ্গীর তুরাগতীর ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে মানুষের ভিড়। যান চলাচলে দেখা দিয়েছে চরম ধীরগতি।

গত বৃহস্পতিবার বাদ মাগরিব টঙ্গীর তুরাগ নদের তীরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু হয়। এ পর্বে অংশ নিয়েছেন মাওলানা জুবায়ের অনুসারীরা।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের ইজতেমা। মোনাজাতে বিশ্ব মুসলমানদের শান্তি কামনা করা হয়।

মোনাজাত শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা-আশুলিয়া সড়ক, টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়ক, টঙ্গীর কামারপাড়া-মন্নুগেট সড়কসহ আশপাশের সড়ক ও অলিগলিতে মানুষের ঢল নামে। মুসল্লিদের চলাচলের সুবিধার্থে গতকাল রাত ১০টার পর থেকেই এই সড়কগুলোয় যান চলাচল সীমিত রাখে গাজীপুর ট্রাফিক পুলিশ।

আখেরি মোনাজাত উপলক্ষে আজ ভোর থেকেই মুসল্লিদের ঢল নামে। অনেকে ১০ কিলোমিটার হেঁটে ইজতেমা মাঠে আসেন।

এবার ইজতেমার প্রথম পর্ব হচ্ছে দুই ধাপে। এর মধ্যে, ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মানুষ।

এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। তাতে অংশগ্রহণ করবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ। দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত হবে ৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

ঢাকা/রেজাউল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ইজত ম প রথম

এছাড়াও পড়ুন:

মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মহেশখালী-কুতুবদিয়া (কক্সবাজার-২) নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এবং তাঁর স্ত্রীসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।

বাকি তিনজন হলেন আশেক উল্লাহ রফিকের স্ত্রী সাহেদা নাসরীন, গোরকঘাটা পৌরসভার সাবেক মেয়র মকসুদ মিয়া ও তাঁর স্ত্রী সরজিনা আক্তার।

দুদক আদালতকে লিখিতভাবে জানিয়েছে, সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ এবং গোরকঘাটা পৌরসভার সাবেক মেয়র মাকসুদ মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে অস্ত্র সরবরাহ, বিভিন্ন সরকারি প্রকল্পে লুটপাট, হোটেল দখল, টেন্ডারবাজি, ইয়াবা ব্যবসাসহ নানাভাবে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

এ ছাড়া আজ একই আদালত নারায়ণগঞ্জ জেলা পুলিশের পরিদর্শক রিয়াজুল হক এবং তাঁর স্ত্রী তুহিন আরা বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, রিয়াজুল হকের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি দেশত্যাগের চেষ্টা করছেন বলে জানা গেছে।

সম্পর্কিত নিবন্ধ