Risingbd:
2025-04-11@08:50:16 GMT

চাঁদপুরে ছাত্রলীগ কর্মী আটক

Published: 2nd, February 2025 GMT

চাঁদপুরে ছাত্রলীগ কর্মী আটক

চাঁদপুরে গভীর রাতে অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী ফারুক সরদার শুভকে (২০) আটক করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক ফারুক সরদার শুভ শহরের ওয়ারল্যাস বাজারের মৃত লোকমান হোসেনের ছেলে। সে ছাত্রলীগের সক্রিয় কর্মী।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, “শুভ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। জুলাই-আগস্টে  সশস্ত্র হামলা চালিয়েছে নিরীহ ছাত্র-জনতার ওপর। যার তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে। তাকে দ্রুতই আদালতে পাঠানো হবে।”

ঢাকা/অমরেশ/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

লিবিয়া থেকে ফিরলেন আরও ১৬৭ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজি ও আশেপাশের অঞ্চল থেকে দেশে ফিরতে ইচ্ছুক ১৬ জন এবং গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৫১ জনসহ মোট ১৬৭ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার ভোরে বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। 

তাদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। লিবিয়ায় বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের অনেকেই। 

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে আর কেউ যেন লিবিয়ায় না যায়- সে বিষয়ে সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবাইকে অনুরোধ জানিয়েছেন। 

এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেকের জন্য ছয় হাজার টাকা, খাদ্যসামগ্রী, চিকিৎসা সেবা ও প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা কাজ করে যাচ্ছে বলে জানানো হয়।

 

 

সম্পর্কিত নিবন্ধ