বরগুনায় মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা
Published: 2nd, February 2025 GMT
বরগুনার তালতলীর উপজেলায় আরাফাত খান (১৯) নামে একজন মোটরসাইকেলের চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১ টার দিকে তালতলী উপজেলার শারিকখালি ইউনিয়নের কচুপাত্রা বাজারে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত আরাফাত হোসেন ভাড়ায়চালিত মোটরসাইকেল চালাতেন। তিনি শারিকখালি ইউনিয়নের জলিল খানের ছেলে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
তিনি আরও বলেন, “গোটা শারিকখালি এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ।”
ঢাকা/ইমরান/টিপু
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আর ফ ত ত লতল
এছাড়াও পড়ুন:
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুনসাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাবে থাকা ১৫ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
গত বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
অবরুদ্ধের আবেদনে বলা হয়েছে, কামরুল ইসলামের নামে দুদকের মামলা রয়েছে। ওই মামলায় ১৫টি ব্যাংক অ্যাকাউন্টের ১৫ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
বিএইচ