গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ। এখন চলছে হেদায়েতি বয়ান। সকাল ৯ টার পরেই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ইজতেমাস্থল থেকে জানানো হয়েছে। 

প্রথম পর্বের শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির  সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান হেদায়েতি বয়ান করছেন। যারা এখান থেকে চিল্লা, ৩ চিল্লার জন্য জামাতে বের হবেন, তারা জামাতে গিয়ে কি আমল করবে এবং মহল্লায় যারা এখান থেকে ফিরে যাচ্ছেন তারা নিজ এলাকায় গিয়ে কি আমল করবে তার দিকনির্দেশনামূলক বয়ান করা হচ্ছে। মাওলানা আব্দুল মতিন তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করছেন।

তিনি আরো জানান, এই বয়ানের পরেই ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব নসিহতমূলক কিছু কথা বলবেন। তা বাংলায় অনুবাদ করবেন মাওলানা জুবায়ের। এরপরই আনুমানিক সকাল ৯টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

ঢাকা/রেজাউল/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নড়াইলে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৫

নড়াইলের লোহাগড়া পৌর শহরের চোরখালী এলাকায় লিফলেট বিতরণ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ পাঁচ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের ১নং ওয়ার্ডের চোরখালী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রাতেই উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষে আহতরা হলেন- লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস কে মিন্টু (৩৪), ছাত্রদলের সাবেক সভাপতি মো. ঝন্টু মিয়া (৪২), বিএনপির সমর্থক হাফিজুর রহমান (৩৩), বাবলু শেখ (৪৫) দোলেনা বেগম (৩৫)।

চিকিৎসাধীন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এস, কে মিন্টু বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য প্রকাশ করেন।

তিনি বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জানতে পারি, চোরখালী এলাকায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা দলীয় লিফলেট বিতরণ করবে এবং তারা আনিস মোল্যার চায়ের দোকানে জড়ো হয়েছে। এ খবর জানার পর আমিসহ বিএনপির কর্মী সমর্থকদের নিয়ে আনিস মোল্যার চায়ের দোকানে গিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করি। শান্ত এলাকাকে অশান্ত না করারও আহ্বান জানাই।”

তিনি আরো বলেন, “আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সাথে আমাদের কর্মী সমর্থকদের মধ্যে তর্ক-বির্তক শুরু হলে আওয়ামী লীগের কর্মী মনিরুজ্জামান মনির নেতৃত্বে ইদ্রিস সরদার, রবিউল মল্লিক, ইব্রাহিম মোল্যা, আনিস মোল্যাসহ ১৫/২০ জন মিলে হাতুড়ি, লোহার রড, রামদা, লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালায়।”

লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সস্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন, “রাতে পৌর শহরের চোরখালী এলাকায় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা লিফলেট বিতরণ করাকে কেন্দ্র করে আমাদের কয়েকজন নেতা-কর্মীকে মারপিট করে আহত করেছে।”

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, “এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।”

ঢাকা/শরিফুল/এস

সম্পর্কিত নিবন্ধ