কুয়াশায় আচ্ছন্ন মাঘের শীত উপেক্ষা করে হাজারও মানুষ আখেরি মোনাজাতে অংশ নিতে আসছেন ইজতেমা মাঠে। যান চলাচল বন্ধ থাকায় অনেকে ১০ কিলোমিটার পথ পায়ে হেঁটে তুগারতীরে ইজতেমা ময়দানে আসেন। 

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হবে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের আহমেদ। এতে অংশ নিতে ফজরের নামাজের পর থেকেই ময়দানমুখী হোন মুসল্লিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে মুসল্লিদের স্রোত বাড়তে থাকে। 

আখেরি মোনাজাত উপলক্ষে ভোরের আলো ফুটতে না ফুটতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নেমেছে। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব ১০ কিলোমিটার। যার পুরোটায় হেঁটে মুসল্লিরা রওনা হয়েছেন ইজতেমা মাঠে।

গাজীপুরের জৈনা বাজার থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে যাচ্ছেন নয়ন মিয়া। মাওনা চৌরাস্তায় এলাকায় কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, “ভোর ৪টায় বাসা থেকে বের হয়েছি আখেরী মোনাজাতে অংশ নিতে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে বাস পাচ্ছি না। এ কারণে হেঁটেই যাচ্ছি।” 

ভোগড়া বাইপাস এলাকা থেকে পায়ে হেঁটে রওনা দিয়েছেন আমিনুল । তিনি জানান, ভোর রাত ৪টায় পিকআপে করে কাপাসিয়া থেকে ময়দানের উদ্দেশ্যর রওনা দিয়ে ভোগড়া বাইপাস নেমেছেন। কিছু সময় পরিবহনের জন্য অপেক্ষা করেন। গাড়ি না পেয়ে অন্যান্য মুসল্লিদের মতো হাঁটা শুরু করেন। পুরো পথ তিনি হেঁটেই যাবেন।

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হচ্ছে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মানুষ।

এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। তাতে অংশগ্রহণ করবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ। দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত হবে ৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

ঢাকা/রেজাউল করিম/ইভা

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইজত ম ময়দ ন

এছাড়াও পড়ুন:

মোহনলালের ঝড় তোলা এই ছবিতে কী আছে

গত শুক্রবারই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর মধ্যেই দর্শক-সমালোচকের মন জয় করে নিয়েছে তরুণ মূর্তির সিনেমা ‘টুডারাম’। দর্শকদের কেউ কেউ এটিকে আবার তুলনা করছেন ‘দৃশ্যম’-এর সঙ্গে। কিন্তু কী আছে বক্স অফিসে ঝড় তোলা এই সিনেমায়?
তরুণ মূর্তি ক্রাইম-থ্রিলার, ক্রাইম-ড্রামা ঘরানার সিনেমা ভালো বানান। আগের দুই সিনেমা ‘অপারেশন জাভা’ ও ‘সৌদি ভেল্লাক্কা’ সেটার প্রমাণ। তিন বছর পর ‘টুডারাম’ দিয়ে আবারও নিজের ছাপ রাখলেন এই দক্ষিণি নির্মাতা।

মুক্তির চার দিনেই বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ৬৯ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। এর মধ্যে ভারত থেকে এসেছে ৩১ কোটি ৩৫ লাখ রুপি। মনে করা হচ্ছে, মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলবে সিনেমাটি।
তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন মোহনলাল, শোভানা, প্রকাশ ভার্মা, ফাহাদ ফাসিল।

‘টুডারাম’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ